লাতিন-বাংলা সুপার কাপ

উত্তাপ ছড়ানো ম্যাচে আর্জেন্টিনার দলকে রুখে দিল বাংলাদেশ

০৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ PM
আর্জেন্টিনার দলকে রুখে দিল বাংলাদেশ

আর্জেন্টিনার দলকে রুখে দিল বাংলাদেশ © সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামে লাতিন–বাংলা সুপার কাপে উত্তাপ ছড়ানো ম্যাচে আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী আতলেতিকো চার্লোনকে ১-১ গোলে রুখে দিয়েছে বাংলাদেশের হয়ে খেলা রেড গ্রিন ফিউচার স্টার। গোল, হাতাহাতি, লাল কার্ড—সব মিলিয়ে উত্তেজনায় ভরা ম্যাচে শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে লাতিন-বাংলা সুপার কাপের এই ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

অনূর্ধ্ব–২০ দল নিয়ে হওয়া প্রতিযোগিতাটিতে প্রথম ম্যাচে ব্রাজিলের তৃতীয় স্তরের দল সাও বার্নার্দোর কাছে ৪-০ গোলে হেরে শুরু করেছিল মাসুদ–রিফাতরা। তবে আর্জেন্টিনার দলটির বিপক্ষে ম্যাচে শুরুটা ছিল আশাব্যঞ্জক। ম্যাচের চতুর্থ মিনিটেই অফসাইডের ফাঁদ ভেঙে দারুণ শটে দলকে এগিয়ে নেন মাসুদ রানা। প্রতিপক্ষের অফসাইডের দাবি সত্ত্বেও রেফারি গোলটি বহাল রাখেন।

২১তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি হয় রেড গ্রিনের। বাম দিক থেকে থ্রু পাস ধরে মোহাম্মদ মানিক একক প্রচেষ্টায় দারুণভাবে বক্সে ঢুকে শট নেন। তার উদযাপনের মাঝেই অফসাইডের পতাকা ওঠে, ফলে গোলটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডান দিক থেকে নেওয়া আলিয়ান সামিয়েন্তোর শট সতীর্থের পায়ের ফাঁক গলে জালে জড়ালে সমতায় ফেরে আতলেতিকো চার্লোন। অপ্রত্যাশিত এই গোল দেখে হতবাক হয়ে যায় রেড গ্রিনের ডিফেন্স।

আরও পড়ুন: একাধিক ছাত্রীকে যৌন হয়রানিতে অভিযুক্ত ‘র‌্যাবের গুলিতে পা হারানো’ বিশ্ববিদ্যালয় শিক্ষক লিমন

৬০তম মিনিটে বক্সে জায়গা তৈরি করে দুর্বল শটে সুযোগ নষ্ট করেন মোহাম্মদ আরিফ। এরপর ম্যাচে উত্তেজনা চরমে ওঠে। কয়েক দফা ছোটখাটো ধাক্কাধাক্কির পর ৭৬তম মিনিটে দুই দলের মধ্যে হাতাহাতি বড় আকার ধারণ করে। রেফারি লাল কার্ড দেখান আর্জেন্টিনার দেভিদ বেভজিনি ও মাতিয়াস রোসালেস এবং বাংলাদেশের ইশান হাবিব রেদোয়ানকে।

দশে–দশে খেলা পুনরায় শুরু হলে রেড গ্রিন চেপে ধরে প্রতিপক্ষকে। ৮৭তম মিনিটে মাসুদের দূরপাল্লার ফ্রি কিক বাতাসে ভেসে পোস্টে ঢুকতে বসেছিল; লাফিয়ে ওঠা গোলকিপারের গ্লাভস ছুঁয়ে বল পোস্টে লেগে বাইরে চলে যায়। শেষ সময়ে সুবর্ণ সুযোগ হাতছাড়া করে হতাশায় পোড়ে বাংলাদেশ দল।

যোগ করা সময়ে গোলকিপার আলিফ রহমান ইমতিয়াজ এগিয়ে এসে বল ধরে রাখতে ব্যর্থ হলে প্রতিপক্ষের নিশ্চিত গোলটি গোললাইন থেকে মাথা দিয়ে ফিরিয়ে দেন মাসুদ রানা, দলকে নিশ্চিত পরাজয় থেকে রক্ষা করেন।

প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ছিল নানা অব্যবস্থাপনা। আয়োজকদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ব্রাজিল–আর্জেন্টিনা কিংবদন্তি কাফু ও ক্যানেজিয়ার উপস্থিতি নিয়েও এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে। টুর্নামেন্টের ব্যবস্থাপনা নিয়ে তাই আয়োজকরা সমালোচনার মুখে পড়ছেন।

টিফিন ও প্রতিবন্ধী সন্তানদের ভাতা নিয়ে যে সুপারিশ কমিশনের
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি
  • ২১ জানুয়ারি ২০২৬
এক নজরে দেখুন ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কখন, জানালেন ডিজি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভোটেই হারল বাংলাদেশ, বিশ্বকাপে বিকল্প আলোচনায় যে দল
  • ২১ জানুয়ারি ২০২৬
এমবিবিএস-বিডিএসের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রীসংস্থা
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9