ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা: আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ কবে-কখন

 মেসি-নেইমার
মেসি-নেইমার  © সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে শুরু হয়েগেছে দামামা। শুক্রবার জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ফিফা। ইতিহাসে এবারই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিতে যাচ্ছে। তবে বরাবরের মতো এবারের বিশ্বকাপেও সবার চোখ থাকবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতি। 

শুক্রবার অনুষ্ঠিত ড্র তে গ্রুপ সি তে পড়েছে ব্রাজিল এবং গ্রুপ জে পড়েছে লিও মেসির আর্জেন্টিনা। গ্রুপ পর্বে আর্জেন্টিনা খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের সাথে। অন্যদিকে গ্রুপ সি তে ব্রাজিলের প্রতিপক্ষ গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো। এছাড়াও রয়েছে হাইতি ও স্কটল্যান্ড। 

সি গ্রুপ : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

১৪ জুন- ব্রাজিল বনাম মরক্কো- নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম (ভোর ৪টা)
১৪ জুন- হাইতি বনাম স্কটল্যান্ড- বোস্টন (সকাল ৭টা)
২০ জুন- ব্রাজিল বনাম হাইতি- বোস্টন (ভোর ৪টা)
২০ জুন- স্কটল্যান্ড বনাম মরক্কো- ফিলাডেলফিয়া (সকাল ৭টা)
২৫ জুন- স্কটল্যান্ড বনাম ব্রাজিল- মায়ামি (ভোর ৪টা)
২৫ জুন- মরক্কো বনাম হাইতি- আটালান্টা (ভোর ৪টা)

জে গ্রুপ : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান

১৬ জুন- অস্ট্রিয়া বনাম জর্ডান- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ১০টা)
১৭ জুন- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া- কানসাস সিটি (সকাল ৭টা)
২২ জুন- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া- ডালাস (রাত ১১টা)
২৩ জুন- জর্ডান বনাম আলজেরিয়া- সানফ্রান্সিসকো বে এরিয়া (সকাল ৯টা)
২৮ জুন- জর্ডান বনাম আর্জেন্টিনা- ডালাস (সকাল ৮টা)
২৮ জুন- আলজেরিয়া বনাম অস্ট্রিয়া- কানসাস সিটি (সকাল ৮টা)


সর্বশেষ সংবাদ