চোট–জর্জরিত অবস্থাতেও নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিক

নেইমার
নেইমার  © সংগৃহীত

চোট-জর্জরিত অবস্থায় মাঠে খেলতে নেমেছিলেন নেইমার। মাথায় ছিল দলের অবনমনের শঙ্কা। সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলকে অবনমনের হাত থেকে রক্ষা করেছেন।

বুধবার ব্রাজিলের ঘরোয়া লিগ ব্রাসিলেইরাও জুভেনতুদকে ৩-০ গোলে হারায় নেইমারের ক্লাব সন্তোস। চোট নিয়ে খেলতে নেমে এদিন হ্যাটট্রিক করে দলকে ৩–০ গোলের জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার বাম হাঁটুর মেনিসকাস সমস্যা দীর্ঘদিনের। সূত্রের বরাতে ইএসপিএন ব্রাজিল জানিয়েছে—মৌসুম শেষে তার আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার লাগতে পারে। ব্যথা কমাতে রক্ষণশীল চিকিৎসা চালিয়ে গেলেও শেষ তিন ম্যাচেই খেলছেন নেইমার। দলের সংকটময় মুহূর্তে নিজের চোটকে পাশে সরিয়ে রাখাই যেন তার একমাত্র লক্ষ্য।

প্রথমার্ধে গোল না পেলেও বিরতির পর নেইমারের ঝলক মাঠে দারুণ প্রভাব ফেলে। ৫৬ মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে প্রথম গোল, এরপর ইগর ভিনিসিউসের ক্রসে নিখুঁত শটে দ্বিতীয় গোল। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে দুটি গোল করার পর পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ৮৩ মিনিটে তাকে বদলি করে নেওয়া হয়।

এটি ২০২২ সালের এপ্রিলের পর নেইমারের প্রথম হ্যাটট্রিক।

এই জয়ে সান্তোসের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৪। পয়েন্ট তালিকায় দলটি উঠে গেছে ১৪তম স্থানে। ভিটোরিয়ার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থাকায় অবনমন অঞ্চল থেকে আরও দূরে সরে গেছে নেইমারের শৈশবের ক্লাবটি। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্রুজেইরো—যারা রয়েছে শীর্ষ তিনে। সেই ম্যাচে জয় পেলে সান্তোস নিশ্চিতভাবেই প্রথম বিভাগে থাকছে।

অন্যদিকে, জুভেনতুদেকে আগেই অবনমন নিশ্চিত হতে হওয়ায় এই ম্যাচটি ছিল তাদের টানা চতুর্থ হার।

সাম্প্রতিক চার ম্যাচে নেইমার করেছেন পাঁচ গোল, রয়েছে একটি অ্যাসিস্টও। তার দুর্দান্ত ফর্মই সান্তোসকে অবনমন–যুদ্ধ থেকে টেনে তুলছে। তবে জাতীয় দলে তার ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন—নেইমার পুরোপুরি ফিট থাকলে ২০২৬ বিশ্বকাপের দলে তাকে বিবেচনা করা হবে।

 

 


সর্বশেষ সংবাদ