ফের মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ী দেখবে ফুটবলবিশ্ব!

২৬ অক্টোবর ২০২৫, ০৯:৫৬ PM
মেসি-নেইমার-সুয়ারেজ

মেসি-নেইমার-সুয়ারেজ © সংগৃহীত

শৈশবের ক্লাবে ফিরেও হারানো ছন্দ খুঁজছেন নেইমার জুনিয়র। যেন এক অচেনা সন্ধিক্ষণে দাঁড়িয়ে ব্রাজিলিয়ান এই সুপারস্টার। চোট, ক্লান্তি আর ফিটনেস জটিলতা, সবমিলিয়ে এক অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়েই যাচ্ছে নেইমারের ক্যারিয়ার। যদিও ২০২৬ বিশ্বকাপ মঞ্চে নিজেকে প্রমাণের অপেক্ষায় ব্রাজিলিয়ান এই জাদুকর। একইসঙ্গে ক্লাব অধ্যায়ে নতুন শুরুর পরিকল্পনাও আঁটছেন তিনি।

ক্যারিয়ারে নতুন শুরুর প্রত্যয়ে তার সামনে দুটি পথ। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট'র তথ্যমতে, ইউরোপীয় ক্লাবগুলোর দরজা বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ডের জন্য আপাতত বন্ধ। বিশ্বকাপের আগে নিজেকে পরখ করতে সান্তোসের সঙ্গে আরও ৬ মাসের জন্য চুক্তি নবায়ন করতে পারেন নেইমার। কিংবা প্রিয় বন্ধু লিওনেল মেসির পাশে ইন্টার মায়ামিতে যোগ দেওয়াও তার জন্য উত্তম সমাধান হতে পারে।

এদিকে দীর্ঘদিন ধরেই বড় তারকাদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম। আর ২০২৮ সাল পর্যন্ত সেখানেই থাকছেন মেসি। লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসের মতো সাবেক বার্সা সতীর্থরাও সেখানে আছেন। এছাড়া চলতি মৌসুম শেষে ‘ডিজাইনেটেড প্লেয়ার’ স্থানে নেইমারকে দেখতে চায় ক্লাবটি। ভাগ্যও যেন নেইমারকে এক নতুন গল্পের দিকেই টানছে। সবমিলিয়ে এমন প্রস্তাব ব্রাজিলিয়ান সুপারস্টারের জন্য কেবল ক্যারিয়ারের নয়, জীবনেরও পুনর্জাগরণের ইঙ্গিত হতে পারে।

নেইমার নিজেও অবশ্য আগেই বলেছিলেন, 'মেসি ও সুয়ারেজের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ লাগবে। আমরা এখনও কথা বলি, বন্ধুত্ব আমাদের অটুট। সেই ত্রয়ীকে আবার মাঠে দেখা সত্যিই অসাধারণ হবে।'

অন্যদিকে বাস্তবতা বেশ কঠিন, নেইমারের শরীর এখনও চোটে জর্জরিত। পাশাপাশি, তার ভবিষ্যৎ নিয়েও আছে নানা জল্পনা-কল্পনা। একইসঙ্গে তার জীবনযাত্রাও নিজের সিদ্ধান্তে বড় প্রভাবক হয়ে দাঁড়াতে পারে। 

যদিও স্পোর্ট জানিয়েছে, মায়ামি কিংবা সান্তোস ছাড়া আর কোনো ক্লাবই তাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়নি। তাই মেসির শহর সানশাইন স্টেটের মায়ামিই ব্রাজিলিয়ান এই সুপারস্টারের পরবর্তী গন্তব্য হতে পারে। এমন কিছু ঘটলে ‘এমএসএন’ ত্রয়ীর পুনর্মিলন ফুটবলপ্রেমীদের কাছে হবে এক নস্টালজিক স্বপ্নের বাস্তবায়ন। শেষমেশ সান্তোসের গোধূলি, কিংবা মায়ামির রোদঝলমলে সকাল; যে পথই শেষমেষ ব্রাজিলিয়ান তারকা বেছে নেন না কেন, সেটিই নির্ধারণ করবে নেইমার অধ্যায়ের পরিণতি—পুনর্জন্ম নাকি পরিসমাপ্তি। 

টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা থেকে বিশ্বকাপে আয়ারল্যান্ডের ম্যাচ সরাবে না আইসি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9