সংগীতে প্রাণ ফেরাতে কুবিতে ‘ক্যাম্পাস আনপ্লাগড’ উদ্যোগ

০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ PM
কুবিতে কনসার্ট

কুবিতে কনসার্ট © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে আগামী ১২ ডিসেম্বর  থেকে শুরু হচ্ছে অকাস্টিকা প্রেজেন্টস 'শীতের গান' —শিক্ষার্থীদের জন্য একটি নিয়মিত সংগীতানুষ্ঠান। আয়োজক সূত্র জানায়, গত কয়েক মাস ধরে মাসে দুইবার পরীক্ষামূলকভাবে আয়োজন চালানোর পর এবার এটি নিয়মিত সাংস্কৃতিক আসর হিসেবে চালু করা হচ্ছে।

‘ক্যাম্পাস আনপ্লাগড’ শিরোনামে অনুষ্ঠানের লক্ষ্য—শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে এক উন্মুক্ত সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করা, যেখানে তারা গান, সুর আর আড্ডায় নিজেদের সময় কাটাতে পারবেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে হবে লাইভ অ্যাকুস্টিক মিউজিক, ওপেন-মাইক সেশন এবং ছোট পরিসরে দলীয় পরিবেশনা।

ক্যাম্পাস আনপ্লাগড এর কো-ফাউন্ডার লিয়ন ত্রিপুরা বলেন, “শীতের গান শুধু একটি ইভেন্ট নয়; এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের তরুণ প্রতিভাদের জন্য একটি ব্যান্ড। এখানে ক্যাম্পাসের জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করবেন এবং আমরা চাই প্রতিটি শিক্ষার্থী এখানে এসে উষ্ণতা, ভালোবাসা এবং সঙ্গীতের আনন্দ ভাগাভাগি করে নিক।

আর Acoustica সবসময়ই ক্যাম্পাসে পজিটিভ ভাইব ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি—সংগীত মানুষের মনকে কাছাকাছি আনে, এবং ‘শীতের গান’ সেই সুন্দর মিলনক্ষেত্র হয়ে উঠবে।সবার সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি। ধন্যবাদ।”

উল্লেখ্য,  এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অনুষ্ঠিত হবে।

ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’: ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পাবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিদ্রোহী প্রার্থী রুমিনা ফারহানা বললেন—‘এই আপসহীনতা নেত্রীর…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
পেশায় ব্যবসায়ী নুর, বার্ষিক আয়ে ছাড়িয়ে গেলেন তারেক-শফিকুর-ন…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিপিএলের সূচিতে ব্যাপক রদবদল
  • ৩১ ডিসেম্বর ২০২৫
স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া
  • ৩১ ডিসেম্বর ২০২৫