চাঁদা না দেওয়ায় স্কুলে তালা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

০৭ অক্টোবর ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৯:৪৭ PM
সাইফুল ইসলাম মেধা সিঁড়ি মডেল স্কুল, ইনসেটে স্কুলের মূল গেটে তালা ও শিক্ষার্থী-অভিভাবকদের মানবন্ধন

সাইফুল ইসলাম মেধা সিঁড়ি মডেল স্কুল, ইনসেটে স্কুলের মূল গেটে তালা ও শিক্ষার্থী-অভিভাবকদের মানবন্ধন © টিডিসি সম্পাদিত

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে চাঁদা না দেওয়ার জেরে একটি বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টো)।

স্থানীয় সূত্রে জানা যায়, দিগপাইত ইউনিয়নের সাইফুল ইসলাম মেধা সিঁড়ি মডেল স্কুলের কর্তৃপক্ষের কাছে গত কয়েকদিন ধরে চাঁদা দাবি করে আসছিলেন মকবুল হোসেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ অর্থ দিতে অস্বীকৃতি জানালে সোমবার (৬ অক্টোবর) ক্ষুব্ধ হয়ে তিনি বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

ফলে আজ সকালে স্কুলে এসে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করতে না পেরে চরম বিপাকে পড়ে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঘটনাটির প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

তারা বিদ্যালয়ে তালা দেওয়ার ঘটনাকে শিক্ষাবিরোধী ও নিন্দনীয় বলে অভিহিত করেন এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।

অভিভাবকদের অভিযোগ, এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের মনে ভয় ও হতাশা সৃষ্টি করছে এবং শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত করছে।

অভিযোগের বিষয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মকবুল হোসেন (ভুট্টো)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

জামালপুর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল মোমেন আকন্দ (কাউসার) বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রমাণ মিললে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহিদ পিংকি বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9