যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইইইই ডে উদযাপিত

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মাজিদ
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মাজিদ  © টিডিসি

নানা আয়োজনে উদযাপিত হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আইইইই ডে ২০২৫। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে অনুষ্ঠিত সেমিনারে প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডের গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মাজিদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইইইই যবিপ্রবি শাখার সভাপতি আব্দুল্লাহ সাদেক ফাহিম ও সহসভাপতি মো. রাতুল হাসান।

আইইইই যবিপ্রবি শাখার উপদেষ্টা ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আমজাদ হোসেন ড. ইঞ্জিনিয়ার বলেন, ‘যবিপ্রবির যতগুলো ক্লাব রয়েছে, তার মধ্যে সবচেয়ে কার্যকর ও সক্রিয় ক্লাব হলো এই আইইইই যবিপ্রবি শাখা। আশা করছি এই ক্লাব অতীতের ন্যায় আরো অনেক উদ্ভাবনী সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ড. হোসেন আল মামুন বলেন, ‘পড়াশোনা শেষ করা মানে চাকরির পেছনে ছুটে চলা নয়। বর্তমানে আমাদের হাতে অনেক প্রযুক্তি রয়েছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে আমরা নিজেদের সফট স্কিলকে ডেভেলপ করতে পারি। বিজ্ঞান অনুষদের প্রত্যেক শিক্ষার্থীর উচিত এখন থেকেই কিছু কিছু টাকা জমিয়ে এমন একটা শিল্প প্রতিষ্ঠান দাঁড় করানো যাতে আমাদের কোন পণ্যের জন্য বিদেশের উপর নির্ভর না হয় এবং যেকোন প্রাকৃতিক দুর্যোগের সময়ও আমাদের সেই শিল্প প্রতিষ্ঠানগুলো সহায়ক হবে। আমরা এই ক্যাম্পাসে কোন ধরনের রাজনীতিকে প্রশ্রয় দিব না। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না হলে আমাদের এই ক্যাম্পাস আরো দ্রুত উন্নতি করবে। তোমরা শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির ক্ষেত্রে অবশ্যই সত্যতা যাচাই করে তারপর লিখবে।’

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মাজিদ বলেন, ‘চলমান ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের মধ্যকার সংকটের মধ্যে আমি বিএসসি প্রকৌশলীদের দাবির সাথে আমি একাত্মতা ঘোষণা করছি, কারণ জুলাই পরবর্তী আমাদের মূল লক্ষ্য ছিল সমাজ থেকে অন্যায়, দুর্নীতি, শোষণ-নিপীড়ন দূর করা। তার জন্য প্রয়োজন যোগ্য লোককে তার যোগ্য আসনে বসানো। কোন ব্যক্তি বা গোষ্ঠীর জয় গান গাওয়া উচিত নয়। এখানে আমরা এখনো অন্যায়-অনিয়ম এবং দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। তোমরা এবং তোমাদের অ্যালামনাইরা দেখিয়ে দিয়েছো এ ছোট ক্যাম্পাস বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে জানে। আমরা চাই প্রত্যেকটা শিক্ষার্থী গবেষণামুখী হোক, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখুক। তোমাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে যা করা প্রয়োজন আমরা করব।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার ইমরান খান, আইইইই যবিপ্রবি শাখার উপদেষ্টা ড. মেহেদী হাসান জুয়েল, ড. মো. কামরুল ইসলাম, ড. ফারজানা খানম, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুজ্জামান, প্রভাষক মো. তারেকুজ্জামান, রবিউল ইসলাম, শুভ দেব, মো. জাহেদুল ইসলামসহ আইইই যবিপ্রবি শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ