যবিপ্রবিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

০৫ অক্টোবর ২০২৫, ০৫:২৫ PM
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় © টিডিসি

জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানোর মাধ্যমে সব শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে শোভাযাত্রা, সংক্ষিপ্ত বক্তব্যসহ নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সংগতি রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ পালিত হয়েছে।

দিবসটি পালনের অংশ হিসেবে আজ রোববার বেলা ১১টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এর নেতৃত্বে যাত্রা শুরু করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, আজ বিশ্ব শিক্ষক দিবস। এই দিনে আমি আমাদের সকল শিক্ষককে জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যাঁরা নিয়মিত জাতির মাঝে শিক্ষা বিতরণ ও বাস্তবায়নকারী হিসেবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষক সমাজই জাতি গঠনের মূল ভিত্তি। আপনাদের জ্ঞান, পরিশ্রম ও নৈতিক নেতৃত্বের কারণেই শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে জাতিকে সঠিক পথ দেখাবে। চলুন, আমরা সবাই মিলে এমন এক পরিবেশ গড়ে তুলি যেখানে শিক্ষকরা থাকবেন সর্বোচ্চ মর্যাদায়, আর শিক্ষা হবে আলোর উৎস। তিনি আরও বলেন, শিক্ষকদের প্রাপ্য সম্মান শুধু কথায় নয়, বাস্তব পদক্ষেপেও নিশ্চিত করতে হবে। আমি মনে করি, শিক্ষার মানোন্নয়ন ও মর্যাদা রক্ষায় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল অত্যন্ত প্রয়োজন। এটি শুধু ন্যায্য দাবিই নয় বরং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা ও মান উন্নয়নের পূর্বশর্ত।

শোভাযাত্রায় আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহবায়ক ড. মো. কোরবান আলী। যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন। 

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবস পালিত হয়ে থাকে। এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে। ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
সাবেক এমপি, মুক্তিযোদ্ধা হাজেরা সুলতানার প্রয়াণ
  • ১৬ জানুয়ারি ২০২৬
নিয়োগের প্রজ্ঞাপন কেন দেওয়া হয়েছে ওসমান হাদির ভাইয়ের জানা ন…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিতে ভর্তি পরীক্ষায় মোবাইলসহ আটক আরও তিন ভর্তিচ্ছু
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার জিগাতলায় আবাসিক ভবনে আগুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির মুন্নির প্রার্থীতা স্থগিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9