মাদ্রাসার ১ম-৫ম শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির সময়সীমা বাড়ছে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৯ PM
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রির সময়সীমা ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ি ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের নিমিত্ত EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির সর্বশেষ সময়সীমা ২০ অক্টোবর (সোমবার) বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হলো।
এমতাবস্থায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য ভেরিফাই করার সর্বশেষ সময়সীমা বৃদ্ধি করে ২১ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৫ টা পর্যন্ত নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।