শেকৃবিতে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন

কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ
কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ  © টিডিসি

দেশব্যাপী ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) র‍্যালি, লিফলেট বিতরণ ও বিলবোর্ড স্থাপনসহ নানা কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কার্যক্রমে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল বাশার।

র‍্যালির পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন করা হয়। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।

মশকনিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির সভাপতি অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিন বলেন, ‘ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানা মশাবাহিত রোগ বেড়ে যাচ্ছে। সম্পূর্ণ নির্মূল সম্ভব না হলেও প্রতিরোধ করা সম্ভব। এ জন্য আমরা লিফলেট বিতরণ, বিলবোর্ড স্থাপন ও র‍্যালির মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করছি। আমরা প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা সৃষ্টি করছি, তবে ব্যক্তিগতভাবে যদি আমরা সচেতন না হই, তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব নয়।’

তিনি আরও জানান, সচেতনতা সৃষ্টির পাশাপাশি ওই কমিটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় নিয়মিত ফগিং ও স্প্রে করা হচ্ছে এবং আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকা পরিষ্কার রাখা হচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ বলেন, প্রতিবছর মশাবাহিত রোগে অনেক মানুষের মৃত্যু হয়। মশার বংশবিস্তার রোধে ব্রিডিং প্লেস ধ্বংস করতে হবে। কোনো ড্রেনে পানি জমে থাকতে দেওয়া যাবে না। নিয়মিত এডাল্টিসাইড ও লার্ভিসাইড স্প্রে করে এডাল্ট মশা ও লার্ভা উভয়ই নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি সবাইকে নিজেদের এবং আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ