শিশুসহ অন্তত ছয়জন নিহত © সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লে কাউন্টিতে এক বন্দুকধারীর সিরিজ হামলায় সাত বছর বয়সী এক শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) স্থানীয় সময় রাতে আলাবামা সীমান্তের কাছে ওয়েস্ট পয়েন্ট এলাকার তিনটি পৃথক স্থানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় ২৪ বছর বয়সী অভিযুক্ত যুবক মুরকে আটক করেছে।
ক্লে কাউন্টির শেরিফ এডি স্কট জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার আগে ডেভিড হিল রোডের একটি বাড়িতে এই তাণ্ডব শুরু হয়। অভিযুক্ত মুর তার নিজের পরিবারের সদস্যদের ওপরই প্রথমে হামলা চালায়। নিহতদের মধ্যে মুরের বাবা গ্লেন মুর (৬৭), চাচা উইলি গুইন (৫৫) এবং ভাই কুইন্টেন মুর (৩৩) রয়েছেন। ঘাতক মুর তাদের প্রত্যেকের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। তবে সাত বছর বয়সী শিশুসহ বাকি নিহতদের পরিচয় বা তাদের সঙ্গে হামলাকারীর সম্পর্কের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ঘটনার পর শেরিফ এডি স্কট এক ফেসবুক বার্তায় এই ঘটনাকে 'ভয়াবহ ট্র্যাজেডি' হিসেবে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের জন্য প্রার্থনা করার অনুরোধ জানান। তিনি নিশ্চিত করেছেন যে, রাজ্য ও স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার একটি বিশেষ দল দ্বিতীয় ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে একটি নিরাপত্তা চৌকি থেকে ঘাতক মুরকে গ্রেফতার করেছে। এই অভিযানে মিসিসিপি হাইওয়ে পেট্রোল, ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ব্যুরো অফ নারকোটিক্সের কর্মকর্তারা অংশ নেন।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি স্কট কলম এই হত্যাকাণ্ডের নৃশংসতায় বিস্ময় প্রকাশ করে বলেন, একটি সাত বছর বয়সী শিশুকে গুলি করার পেছনে কী ধরনের উদ্দেশ্য থাকতে পারে তা কল্পনা করাও কঠিন। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের আভাস পাওয়া গেলেও হামলার সুনির্দিষ্ট কারণ এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, হামলাকারীকে আটকের পর বর্তমানে ওই এলাকায় আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং ঘটনার অধিকতর তদন্ত চলছে।