কুমার নদীতে পড়ে ট্রাক উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © টিডিসি
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় একটি বড় ট্রাক কুমার নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন ট্রাকের চালক মো. সোহেল শেখ (২৬) ও হেলপার মুবারক (১৯)। দুজনেরই বাড়ি পাবনা জেলার গাজমানিকুন্ডা এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাবনা থেকে ছেড়ে আসা একটি বড় ট্রাক (রেজিস্ট্রেশন নং: পাবনা-ট-১১-০৮৯৯) ঝিনাইদহ থেকে পাবনার উদ্দেশে যাত্রাকালে ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন গাড়াগঞ্জ পুরোনো বড়দহ ব্রিজে পৌঁছালে ব্রিজের রেলিং ভেঙে কুমার নদীতে পড়ে যায়।
খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে ক্রেনের মাধ্যমে ট্রাকটি নদী থেকে উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে চালক ও হেলপারের মরদেহ উদ্ধার করা হয়।