শরীয়তপুরের জাজিরা উপজেলায় শক্তিশালী বোমা বিস্ফোরণ © সংগৃহীত
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভোরে এক শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সোহান নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। নিহতের দেহ বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এই ভয়াবহ ঘটনা ঘটে। নিহত সোহান ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি ঘর সম্পূর্ণ লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে এবং তার কিছু দূরেই সোহানের মরদেহ পড়ে রয়েছে। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বোমা তৈরির সরঞ্জাম আরও বেশি থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ভোরে হঠাৎ বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। পরে স্থানীয়রা একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
আরও পড়ুন: ভোরে শক্তিশালী বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাটি গত কয়েকদিন ধরেই উত্তেজনাকর ছিল এবং পুলিশের কড়া নজরদারিতে রাখা হয়েছিল। বিস্ফোরণের পরপরই পুলিশের একাধিক টিম ও বিশেষায়িত দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তদন্তে বিধ্বস্ত ঘরের ভেতর থেকে বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ওসি (তদন্ত) মো. আবদুস সালাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভোরে হঠাৎ বিকট শব্দে এলাকাটি প্রকম্পিত হয়ে ওঠে। স্থানীয়রা শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি ঘর লন্ডভন্ড হয়ে পড়ে আছে এবং তার কিছু দূরেই এক যুবকের মরদেহ পড়ে রয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘরটি পুরোপুরি উড়ে গেছে।
তিনি বলেন, এলাকাটি আগে থেকেই পুলিশের কড়া নজরদারিতে ছিল। বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত পুলিশ ও বিশেষায়িত দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে পুলিশের স্পেশাল টিমসহ একাধিক দল আলামত সংগ্রহ ও তদন্তের কাজ করছে।
ওসি (তদন্ত) আরও জানান, সেখানে বোমা তৈরি হচ্ছিল নাকি আগে থেকেই মজুদ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তল্লাশিতে ঘটনাস্থল থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে তদন্ত কাজ সম্পন্ন হওয়ার পর এই বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।