ময়মনসিংহে ইউনিয়ন পরিষদের পেছন থেকে ককটেল ও পেট্রল বোমা উদ্ধার

উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমা
উদ্ধারকৃত ককটেল ও পেট্রোল বোমা  © সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগে রাখা ৫টি ককটেল ও ২টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে  ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ মোহামম্দ রুকনুজ্জামান। তিনি বলেন, উদ্ধার করা ককটেল ও পেট্রলবোমাগুলো নিস্ক্রিয় করার জন্য বালতির পানিতে ভিজিয়ে  রাখা হয়েছে।  গোপন সংবাদের ভিত্তিতে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করা হয়।

তিনি বলেন, যে কোন নাশকতা ঠেকাতে ফুলবাড়ীয়া থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

 

 

 

 


সর্বশেষ সংবাদ