প্রয়োজনের মুহূর্তে এ জাতি সব সময়ই ঐক্যবদ্ধ হতে জানে : ঢাবি ভিসি

০১ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ PM
ঢাবি ক্যাম্পাসে বিজয় র‌্যালি

ঢাবি ক্যাম্পাসে বিজয় র‌্যালি © সংগৃহীত

প্রয়োজনের মুহূর্তে এ জাতি সব সময়ই ঐক্যবদ্ধ হতে জানে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাবি ক্যাম্পাসে আয়োজিত ‘ঐক্যই আমাদের শক্তি’ স্লোগানে বিজয় র‌্যালি শেষে এ মন্তব্য করেন তিনি।

ঢাবির জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‌্যালির নেতৃত্ব দেন।

এদিন সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে র‌্যালিটি শুরু হয়ে টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন। 

আরও পড়ুন : মামলা করতে ডিবি কার্যালয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম

এ সময় উপস্থিত ছিলেন, ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সিনেট- সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, প্রভোস্ট এবং বহু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী।

স্মৃতি চিরন্তন চত্বরে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ডিসেম্বর মাস আমাদের জাতির পরিচয়ের একটি অনন্য মাইলফলক। ১৯৭১ সালের এ মাসেই আমাদের জাতি চূড়ান্তভাবে রুখে দাঁড়ানোর সাহসী সিদ্ধান্ত নিয়ে অর্জন করেছিল চূড়ান্ত বিজয়। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ১৪ই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীদের, যাঁদের রক্তে আমাদের স্বাধীনতার ভিত্তি আরও দৃঢ় হয়েছে।

তিনি বলেন, এ জাতি প্রয়োজনের মুহূর্তে সবসময়ই ঐক্যবদ্ধ হতে জানে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা দেশমাতৃকার সংকটে একসাথে দাঁড়াই। ইতিহাস বারবার এই সত্যের সাক্ষ্য বহন করেছে। বিজয়ের এই মাস আমাদের সেই ঐক্যবদ্ধতার চেতনাকে আরও শক্তিশালী করুক-এই কামনা করি।

আরও পড়ুন : ৪ ডিসেম্বরের পরে শুরু হবে আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা

উপাচার্য আরও বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রামের সুনাম ঢাকা বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ করেছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান বারবার প্রমাণ করেছে-স্বাধিকার, ন্যায় ও মানবিক মূল্যবোধের পক্ষে আমরা অটল। আজ আমরা জাতির এই অর্জনকে স্মরণ করছি। প্রার্থনা করি-এই চেতনা ভবিষ্যতেও আমাদেরকে আরও সুসংগঠিত ও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলুক।

ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় মানুষের মমতায় বেঁচে থাকে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, দেশবাসীর ভালোবাসা ও সহযোগিতায় আমরা শক্তি পাই। আজকের এই বিজয় র‌্যালির মধ্য দিয়ে মাসব্যাপী যে কর্মসূচি শুরু হচ্ছে-এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়; এটি জাতির সম্মিলিত আয়োজন। দেশের মানুষ বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়াতলে সমবেত হয়ে আমাদের হাতকে শক্তিশালী করেছেন-আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

উপাচার্য বলেন, আমরা চাই-এই বিজয়ের মাস জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠুক। আমাদের সমাজে ভাঙনের কোনো সুর যেন না শোনা যায়-এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঐক্য, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা আমাদের পথচলার প্রধান শক্তি।

কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
মিরসরাইয়ে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে বিএনপির …
  • ১২ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতা হামিমকে দেখে খোঁজ নিলেন তারেক রহমান
  • ১২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীর কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9