ঢাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি কার্যক্রম শেষ, ক্লাস শুরুর তারিখ ঘোষণা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে আগামী ১২ অক্টোবর। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) এবং প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর কোঅর্ডিনেটর অধ্যাপক ড. উপমা কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে বিভিন্ন ধাপে মেধাক্রম অনুযায়ী বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ভর্তিচ্ছুক প্রার্থীরা মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী পর্যায়ক্রমে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন ফি অনলাইনের মাধ্যমে পরিশোধ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দিয়ে পরবর্তীতে চূড়ান্ত মাইগ্রেশনে বরাদ্দপ্রাপ্ত বিষয় ও প্রতিষ্ঠানে তাদের চূড়ান্ত ভর্তির সব কার্যক্রম সম্পন্ন করেছেন। 

এ অবস্থায় প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন থেকে শুরু করে চূড়ান্ত মাইগ্রেশনে বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ দেওয়া পর্যন্ত সর্বক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সেইসঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ১২ অক্টোবর (রবিবার) হতে শুরু হবে। ক্লাস শুরুর পূর্বে প্রতিটি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠানের আয়োজন এবং ক্লাস রুটিন প্রণয়ন করবে। তাদের পরিচিতিমূলক অনুষ্ঠানের তারিখ, ভেন্যু ও সময় এবং ক্লাস রুটিন সংক্রান্ত বিষয় কলেজ বা ইনস্টিটিউটসমূহ স্ব স্ব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদেরকে অবহিত করবে।

আরও পড়ুন: ‘রাত ১০টার পর প্রবেশ নিষিদ্ধ’ ন্যারেটিভে ক্ষুব্ধ ঢাবি ছাত্রীদের অভিনব প্রতিবাদ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যে সব প্রার্থী অত্র ডিন অফিসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা দেওয়ার পরও চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করেনি এবং ইতোপূর্বে বিজ্ঞপ্তি উল্লিখিত ২৪ সেপ্টেম্বরের মধ্যে ফেরত নেয়নি, তাদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমাকৃত এসএসসি ও এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

অন্যথায় তাদের জমাকৃত এসএসসি ও এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট কোনো প্রকার ক্ষয়-ক্ষতি হলে (নষ্ট কিংবা হারিয়ে গেলে) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ তথা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ডিন অফিসে জমাকৃত মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ফেরত নেওয়ার জন্য প্রার্থীকে ডিন অফিস কর্তৃক স্বাক্ষর ও Transcript Received সিলযুক্ত প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
আইএসইউতে শিক্ষা ও গবেষণা নিয়ে জাপান-বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময়
  • ১৮ জানুয়ারি ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নেবে আখতার গ্রুপ, নিয়োগ ঢাকাসহ ৪ জেলায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দাবিতে ইসি ভবন ঘেরাও ছাত্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় ২০ বস্তা রাসায়নিক সার জব্দ
  • ১৮ জানুয়ারি ২০২৬
পরাজয় সহ্য করতে না পেরে ছাত্র সংসদ নির্বাচন পেছাতে ইসি ঘেরা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9