কোন ধরনের র্যামের স্মার্টফোন কিনলে পারফরম্যান্স হবে দুর্দান্ত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ AM
স্মার্টফোন কত ভালো চলবে, তা পুরোপুরি নির্ভর করে র্যামের ওপর। ফোন কিনতে গেলে সাধারণত এ যুক্তি দেন বিক্রেতারা। তাঁদের দাবি, র্যাম যত বেশি হবে, ততোই দুর্দান্ত পারফরম্যান্স করবে স্মার্টফোন। অবশ্য টেক বিশ্লেষকেরা এ ব্যাপারে পুরোপুরি সহমত নন। তাঁদের কথায়, শুধু র্যামের আকারের ওপরে পারফরম্যান্স নির্ভর করে না। রয়েছে অন্য অঙ্কও।
কার যুক্তি ঠিক? ফোন কেনার সময় কী বিষয়ে নজরে রাখতে হবে গ্রাহককে? র্যাম বা র্যান্ডম-অ্যাক্সেস মেমোরি স্মার্টফোন, কম্পিউটার-ল্যাপটপ, এ ধরনের বৈদ্যুতিক সরঞ্জামের গতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম। সহজ উদাহরণের মাধ্যমে কার্যকারিতা বোঝানোর চেষ্টা করেছেন প্রযুক্তিবিদেরা। তাঁদের কথায়, র্যামকে একটা চায়ের দোকানের সঙ্গে তুলনা করা যেতে পারে।
সেখানে যদি চার আসন থাকে, তা হলে চারজন চা পান করতে পারবেন। কিন্তু আসনসংখ্যা দ্বিগুণ বা তিন গুণ হলে একসঙ্গে আট বা ১২ জন পাবেন দোকানি। র্যামের বিষয়টিও অনেকটা একই রকম। আকারে ছোট র্যামে দিব্যি চলবে স্মার্টফোন। কিন্তু, ছয় বা আট জিবির ডিভাইসে অন্য স্বাদ পাবেন ব্যবহারকারী। এরপর যদি আরও বেশি হয়, অর্থাৎ ১২, ১৬ বা ২৪ জিবি হলে পারফরম্যান্স যে চ্যাম্পিয়নদের মতো হবে, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এখন সেট করা যাবে মেসেজ রিমাইন্ডার
এখানে আরেকটা বিষয়ের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদেরা। তাঁদের কথায়, র্যামের আকার নয়, স্মার্টফোনের দুর্দান্ত পারফরম্যান্স করার ক্ষেত্রে গতিবেগও গুরুত্বপূর্ণ। নির্মাণকারী সংস্থাগুলো ডিভাইসগুলোতে এলপিডিআর-৪, এলপিডিআর-৪এক্স বা এলপিডিআর-৫ র্যাম ব্যবহার করে। এ সংখ্যা যত বেশি হবে, র্যামের গতি তত বেশি। খবর: আনন্দবাজার।