ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনার পদ্ধতি
ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনার পদ্ধতি  © সংগৃহীত

অনলাইনে ফ্রি গান শোনার একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। সার্চ করলেই চক্ষের সামনে ভেসে ওঠে পছন্দের গানের তালিকা। তবে মাঝে মধ্যে স্ক্রিন বন্ধ হলে গান থেমে যাওয়ায় ব্যবহারকারীরা বিরক্তি অনুভব করেন। তবে কিছু ছোট্ট পদ্ধতি অবলম্বন করলেই অ্যান্ড্রয়েড বা আইফোনে স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউব থেকে গান শোনা সম্ভব।

সাধারণত ইউটিউব প্রিমিয়ামের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে গান শোনা যায়, যা ব্যবহারকারীদের জন্য মাসে ১২ ডলার খরচ হয়। তবে বিনামূল্যে বিকল্প হিসেবে কিছু ব্রাউজার বা স্ট্রিমিং সেবা ব্যবহার করে স্ক্রিন বন্ধ রেখে গান শোনা যায়।

অ্যান্ড্রয়েডে স্ক্রিন বন্ধ রেখে গান শোনার ধাপ:
ব্রেভ (Brave) ব্রাউজার ব্যবহার করলে এটি সহজে করা যায়। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ব্রেভ ডাউনলোড ও ইনস্টল করুন। ব্রাউজার খুলে ইউটিউবের ওয়েবসাইটে যান এবং যে ভিডিওটি শুনতে চান তা চালু করুন। এরপর সেটিংস → মাল্টিমিডিয়া → পটভূমি প্লেব্যাক সক্রিয় করুন। এরপর স্ক্রিন বন্ধ করলে ও অডিও চলতে থাকবে। এই ব্রাউজারটি ব্যবহারকারীদের নোটিফিকেশন বার থেকে প্লেব্যাক নিয়ন্ত্রণ করার সুবিধাও দেয়।

যদি ব্রেভ ইনস্টল করতে না চান, তবে Chrome বা Firefox-এর মতো মূলধারার ব্রাউজার ব্যবহার করেও ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক চালানো সম্ভব।

আরও পড়ুন: রাবির এক আসনে ভর্তি হতে চান ৫৭ শিক্ষার্থী, কোন ইউনিটে কত?

এর জন্য ইউটিউব অ্যাপ থেকে ভিডিওর লিঙ্ক অনুলিপি করে ব্রাউজারে পেস্ট করুন। ভিডিও চালু হলে স্ক্রিন লক করলে অডিও থামবে, তবে স্ক্রিন আনলক করার পর মিডিয়া প্লেয়ার থেকে পুনরায় প্লেব্যাক শুরু হবে। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ইউটিউব প্রিমিয়ামের বিকল্প।

আইফোনে স্ক্রিন বন্ধ রেখে গান শোনার ধাপ:
আইফোনে Safari ব্যবহার করে ওয়েব ভার্সন থেকে গান শোনা যায়। Safari খুলে youtube.com-এ যান এবং ভিডিওটি চালান। এরপর ডেস্কটপ মোড সক্রিয় করুন। স্ক্রিন লক বা ব্রাউজার থেকে বেরিয়ে গেলে নিচের দিকে সোয়াইপ করে নিয়ন্ত্রণ কেন্দ্র খুলুন এবং মিডিয়া প্লেয়ারের খেলার বোতামটি স্পর্শ করুন। এতে স্ক্রিন বন্ধ থাকলেও গান চলতে থাকবে।

এই পদ্ধতিগুলি ব্যবহার করে অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়েই স্ক্রিন বন্ধ রেখে বিনামূল্যে ইউটিউব গান শোনা সম্ভব। এছাড়াও, YouTube Music বা অন্যান্য স্ট্রিমিং পরিষেবা ব্যবহার করেও একই সুবিধা নেওয়া যায়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence