হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে

০৩ জানুয়ারি ২০২৬, ০১:০১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ আমাদের দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু কখনও কখনও দেখা যায়, হঠাৎ কেউ আপনার মেসেজের উত্তর দিচ্ছে না, তার ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, কিংবা প্রোফাইল ছবি আর আগের মতো দেখা যায় না। এমন পরিস্থিতিতে অনেকের মনে প্রশ্ন আসে—তিনি কি আমাকে ব্লক করেছেন?

যদিও হোয়াটসঅ্যাপ সরাসরি কোনো নোটিফিকেশন দেয় না, কিছু লক্ষণ দেখে ধারনা করা যায়।

‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস দেখা না যাওয়া
যদি অনেকবার চেষ্টা করার পরও কারও অনলাইন স্ট্যাটাস বা ‘লাস্ট সিন’ দেখা না যায়, তা সন্দেহ জাগাতে পারে। তবে অনেক ব্যবহারকারী প্রাইভেসি সেটিংসের মাধ্যমে এই তথ্যই লুকিয়ে রাখতে পারেন, তাই একে চূড়ান্ত প্রমাণ হিসেবে ধরা ঠিক হবে না।

প্রোফাইল ছবি অদৃশ্য হয়ে যাওয়া
যদি কেউ আপনাকে ব্লক করে, তার প্রোফাইল ছবি সাধারণত ধূসর আইকনে পরিবর্তিত হয়। নতুন ছবি আপলোড করলেও আপনি তা দেখতে পাবেন না। দীর্ঘ সময় ধরে ফাঁকা প্রোফাইল আইকন দেখা গেলে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে।

কল সংযোগ না হওয়া
যদি হোয়াটসঅ্যাপে কল করার সময় শুধুমাত্র ‘কলিং’ দেখা যায় এবং ‘রিংগিং’ না দেখিয়ে কল কেটে যায়, এটি ব্লক হওয়ার ইঙ্গিত দিতে পারে। তবে খারাপ ইন্টারনেট সংযোগেও এমন ঘটনা ঘটতে পারে।

মেসেজে শুধু একটি টিক দেখা
হোয়াটসঅ্যাপে একটি টিক মানে মেসেজ পাঠানো হয়েছে, দুটি ধূসর টিক মানে মেসেজ পৌঁছেছে, এবং দুটি নীল টিক মানে মেসেজ পড়া হয়েছে। তবে যদি আপনাকে ব্লক করা হয়, দ্বিতীয় টিক দেখা যাবে না। অর্থাৎ, মেসেজ কখনও প্রাপকের ফোনে পৌঁছাবে না।

বিশেষজ্ঞরা মনে করেন, ব্লক হওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার অংশ। এমন পরিস্থিতিতে অযথা দুশ্চিন্তায় না পড়াই ভালো। যোগাযোগ জরুরি হলে অন্য মাধ্যম যেমন এসএমএস, ই-মেইল বা সরাসরি যোগাযোগ ব্যবহার করা যেতে পারে।

সুত্র: টাইমস অফ ইন্ডিয়া

‘আরে আচরণবিধি রাখেন মিয়া’—ছাত্রদলের পোলিং এজেন্ট
  • ০৬ জানুয়ারি ২০২৬
৪ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব বাণিজ্যে পড়বে না:…
  • ০৬ জানুয়ারি ২০২৬
এইচএসসির ফরম পূরণের তারিখ ফের পরিবর্তন
  • ০৬ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রামে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র …
  • ০৬ জানুয়ারি ২০২৬
ভারতে বিনাবিচারে ৫ বছর জেলে: ফের নামঞ্জুর দুই ছাত্রনেতার জা…
  • ০৬ জানুয়ারি ২০২৬