ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিপ্রবি  শিক্ষার্থী লাবণ্য, চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস, নতুন বন্ধু, ভবিষ্যৎ নিয়ে রঙিন স্বপ্ন সবকিছুই শুরু হওয়ার কথা ছিল ঠিক এই সময়টাতেই। কিন্তু বাস্তবতা নির্মম। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এইচএসটিইউ) এর ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মেহেরিন চৌধুরী লাবণ্য আজ সেই স্বপ্নগুলো এক পাশে রেখে লড়াই করছেন ভয়াবহ রক্তজনিত ক্যান্সার—টি-সেল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া রোগের সঙ্গে।

রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (২১ ব্যাচ) ও রংপুর সরকারি কলেজ (২৩ ব্যাচ) থেকে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন লাবণ্য। কিন্তু হঠাৎ অসুস্থতা মুহূর্তেই সবকিছু ওলটপালট করে দেয়। একাধিক চিকিৎসা পরীক্ষার পর নিশ্চিত হয় তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

বর্তমানে লাবণ্যের কেমোথেরাপি চলছে। চিকিৎসকদের মতে, রোগের জটিলতা বিবেচনায় সামনে তাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো ব্যয়বহুল চিকিৎসার মুখোমুখি হতে হতে পারে। এ চিকিৎসার জন্য প্রয়োজন হতে পারে আনুমানিক ৫০ থেকে ৬০ লক্ষ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন।

লাবণ্যের বাবা আগেই মারা গেছেন। পরিবারের আয়ের উৎস সীমিত। নিজেদের সব সঞ্চয় দিয়ে ইতোমধ্যে চিকিৎসা শুরু করা হলেও প্রতিদিনের চিকিৎসা ব্যয় বাড়তে থাকায় পরিবার ক্রমেই আর্থিক সংকটে পড়ছে।

পরিবারের সদস্যরা জানান, অসুস্থতার মাঝেও সে আবার পড়াশোনায় ফিরতে চায়, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ব্যাহত হলে সেই স্বপ্ন থেমে যাওয়ার আশঙ্কাই এখন সবচেয়ে বড় আতঙ্ক।

আরও পড়ুন : জকসুতে ভোট দিতে লাইনে শিক্ষার্থীরা, জরুরি সিন্ডিকেট সভায় প্রশাসন

এই কঠিন সময়ে লাবণ্যের পরিবার দেশবাসী, সহপাঠী ও সকল মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। 

আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা:
bKash:
01701-987424 (Roushan Ara Begum)
01521-765645 (Mahrin Chowdhury)

Nagad: 01701-987424
Rocket: 01701-9874244

ব্যাংক ট্রান্সফার:
Account Name: Md. Mahrab Hasan Chowdhury
Account Number: 013031100023596
Bank: NRBC Bank, Rangpur Branch

E-Transfer Email: mehjabinankan@gmail.com

একটি সম্ভাবনাময় জীবন আজ সহমর্মিতার অপেক্ষায়। সম্মিলিত মানবিক উদ্যোগই পারে কেমোথেরাপির বিছানা থেকে মেহেরিন লাবণ্যকে আবার স্বপ্নের পথে ফিরিয়ে আনতে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!