রাবির এক আসনে ভর্তি হতে চান ৫৭ শিক্ষার্থী, কোন ইউনিটে কত?
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৯ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের শুরু হয়েছে গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, আগামীকাল রাত ১২টায় শেষ হচ্ছে আবেদন করার সময়সীমা। এবার বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৯৭টি। এদিকে এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ২৬ হাজার ৯০০টি। সেই হিসেবে এবার আসনপ্রতি আবেদন করেছেন ৫৭ জন শিক্ষার্থী।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। তিনি বলেন, গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামীকাল (৭ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে ৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত টাকা পেমেন্ট করা যাবে।
আবেদন সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ২৬ হাজার ৯০০টি। ‘এ’ ইউনিটে (মানবিক বিভাগ) আবেদন জমা পড়েছে ৯৫ হাজার ৮৩৫টি, ‘বি’ ইউনিটে (বাণিজ্য বিভাগ) ২৪ হাজার ৪৫০টি এবং 'সি' ইউনিটে (বিজ্ঞান বিভাগ) ১ লাখ ৬ হাজার ৬১৫টি।
জানা গেছে, ‘এ’ ইউনিটে ১ হাজার ৮৯৭টি, ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি; তন্মেধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি এবং মানবিক শাখার ৩১টি আসন হয়েছে।
'সি' ইউনিটে মোট আসন আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৫৩৬টি। যার মধ্যে বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১ হাজার ৪৯৬টি; অবিজ্ঞান শাখার আসন সংখ্যা ৪০টি।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
'এ' (মানবিক) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা, 'বি' (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ টাকা ও 'সি' (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। সকল ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ।