বিইউএফটিতে 'পসিবিলিটি অফ সাকসেস' শিরোনামে টেড-এক্স উত্তরা অনুষ্ঠিত

টেড-এক্স উত্তরা
টেড-এক্স উত্তরা   © টিডিসি ফটো

প্রথম বারের মত ঢাকার উত্তরায় আয়োজিত হলো টেড অনুমোদিত আন্তর্জাতিক ইভেন্ট মন্নো প্রেজেন্ট টেডএক্স উত্তরা। আজ শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজিতে (বিইউএফটি)  প্রায় ৮০০ পার্টিসেপেন্ট এর উপস্থিতিতে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে 'পাওয়ার অফ পসিবিলিটি' প্রতিবাদ্য বিষয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বখ্যাত সুপারমডেল ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, মঞ্চে তার বক্তব্যে উঠে আসে মাটির গন্ধে ভরা হ্যারিটেজ, লোকজ কারুশিল্প ও দেশীয় ফ্যাশনের সম্ভাবনা। তিনি ফ্যাশন ফর ডেভেলপমেন্টের ধারণা দিয়ে- উন্নয়ন ঐতিহ্যের সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও খ্যাতনামা নির্মাতা অমিতাভ রেজা  তাঁর বক্তব্যে তুলে ধরেন সিনেমার মাধ্যমে তিনি কিভাবে সত্যকেই বিনির্মান করেন। যেই সত্য তিনি খুঁজে পান কোনো না কোনো সম্ভাবনার গল্প থেকে।

অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি শেফ কিশোয়ার চৌধুরী টেডেক্সের মঞ্চে তিনি তুলে ধরেন নিজের লক্ষ্যের কথা যে লক্ষ্য ছিল বাঙালি খাবারকে বিশ্ব মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া। তিনি এই মঞ্চকে বাংলাদেশকে পরিচয় করানোর একটি সম্ভাবনা হিসেবেই মনে করেন।

জনপ্রিয় ব্যান্ড 'কাকতাল' এর ভোকালিস্ট  আসিফ ইকবাল মঞ্চে তার সেইসব কারাবাসের কথা শুনান যা তাকে আজকের  শিল্পী 'এআইএ লেমনস্কাই' হিসেবে তৈরি করেছে।তিনি মনে করেন,মানুষের ইচ্ছাশক্তিই তাকে সব রকমের বেঁচে থাকার যোগা দিতে পারে।

এছাড়াও নিজ নিজ অভিজ্ঞতা থেকে সম্ভাবনা দিয়ে কিভাবে স্বপ্ন জয় করা যায় তারই গল্প শুনান যথাক্রমে,  যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটির অভিজ্ঞ সার্জন ড. স্কট ল্যাকম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ, জনপ্রিয় কার্টুনিস্ট ও  সমাজ পরিবর্তক  মোরশেদ মিশু,বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী মানজুর আল মতিন,বিশিষ্ট লেখক বাদল সৈয়দ,মার্কেটিং কনসালট্যান্ট অমিতাভ মিত্র,গ্রামীণ হেলথ কেয়ার লিমিটেডের সিইও ড.আহমেদ আরমান সিদ্দিকী ও  শিশু মানবাধিকার কর্মী ফাতিহা আয়াত।

আয়োজন সম্পর্কে লিড অর্গানাইজার ইম্রুল সুমাইয়া কবির বলেন, 'প্রথমবারের মতো টেডএক্স উত্তরা আয়োজন করে সবচেয়ে বেশি ভাল লেগেছে মানুষের উল্লেখযোগ্য সাড়া পেয়ে। আর সেটা সম্ভবত আমাদের বহুমাত্রিক স্পিকার লাইনআপের জন্য সম্ভব হয়েছে। বিপুল পরিমাণ সাড়া এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী দারুণ দারুণ স্পিকারদের মাধ্যমে আমাদের ইভেন্টটি সম্পন্ন হলো। পরেরবারও এধারা অব্যহত রেখে আরও দারুণ টেডএক্স আয়োজিত হবে বলে ভবিষ্যৎ প্রত্যাশা রাখছি।'

উল্লেখ্য টেডএক্স হলো টেড  অনুমোদিত একটি প্ল্যাটফর্ম। আর টেড হলো আমেরিকা ভিত্তিক একটি অলাভজনক মিডিয়া অর্গানাইজেশন যেটি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ইভেন্ট বা কনফারেন্সের আয়োজন করে বিশ্বের বিখ্যাত এবং ভিন্নধর্মী কাজে যুক্ত এমন ব্যক্তিদের সেখানে আমন্ত্রণ জানায়। এ সকল ব্যক্তিরা তাঁদের অভিজ্ঞতা, উদ্ভাবনী ধারণা ও কৌশল এবং সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে  মঞ্চে কথা বলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence