অনার্সের ফল প্রকাশের আগেই বিসিএস ক্যাডার ঢাবি শিক্ষার্থী খাদিজা

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবি শিক্ষার্থী খাদিজা আক্তার
৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঢাবি শিক্ষার্থী খাদিজা আক্তার   © টিডিসি সম্পাদিত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এতে সাময়িকভাবে ৬৬৮ জনকে মনোনয়ন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রকাশিত এ ফল অনুযায়ী, খাদিজা আক্তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষার্থী সুপারিশপ্রাপ্ত (শিক্ষা ক্যাডার) হয়েছেন, যার অনার্সের ফলাফলই এখন পর্যন্ত প্রকাশ হয়নি।

জানা গেছে, এ বিসিএস পরীক্ষায় তিনি নিয়ম অনুযায়ীই ‘অ্যাপিয়ার্ড’ দেখিয়ে অংশ নিয়েছিলেন। অর্থাৎ- তার অনার্স (স্নাতক) পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু ফল প্রকাশিত হয়নি, এমন সময়ে তিনি ৪৯তম বিসিএসে পরীক্ষার জন্য আবেদন করেন।

আরও জানা যায়, খাদিজা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক। তার বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরে।

এ বিষয়ে জানিয়ে খাদিজা আক্তার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৯তম বিসিএসে আবেদনের যখন সময় ছিল তখন আমাদের অনার্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়নি, শিগগিরই হবে বলে আশা করি। আমাদের লাস্ট সেমিস্টারে রিসার্চ, সেমিনার-প্রেজেন্টেশন ও ফিল্ড ওয়ার্ক থাকে। আর একটা থিওরিটিক্যাল কমপ্রেহেনসিভ এক্সাম থাকে, সেটা বিশ্ববিদ্যালয় আগেই নিয়ে নিয়েছে, যাতে আমরা ‘অ্যাপিয়ার্ড’ দেখিয়ে চাকরির পরীক্ষায় অংশ নিতে পারি। সেই পরীক্ষাটা দেওয়ার পর আমি বিসিএসে আবেদন করি এবং সেটাতেই সাফল্য এসেছে।

আরও পড়ুন: ‘ত্রুটি’ কাটিয়ে ফের প্রকাশ ৪৪তম বিসিএসের ফল, বাদ পড়ল আরও ৫ প্রার্থী

অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, মনে হচ্ছে- আমি স্বপ্নের মধ্যে আছি। অনেকেরই আসলে স্বপ্ন ও আকাঙ্ক্ষা থাকে বিসিএসের প্রতি। সে হিসেবে আমারও স্বপ্ন ছিল। আমি এই মুহূর্তে অনেক আনন্দিত। এক্ষেত্রে আল্লাহর খাস রহমত ও আমার মায়ের দোয়া ছিল। আমার পরিশ্রমের চেয়ে এই দুইটা বিষয়কেই আমার এই সাফল্যের চাবিকাঠি হিসেবে মনে হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৪৯তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ এই বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের মধ্যে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হলো। কয়েকটি ক্যাডার পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি।

 


সর্বশেষ সংবাদ