‘ত্রুটি’ কাটিয়ে ফের প্রকাশ ৪৪তম বিসিএসের ফল, বাদ পড়ল আরও ৫ প্রার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ PM
‘ত্রুটি-বিচ্যুতি’ কাটিয়ে এক হাজার ৬৭৬ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করে তৃতীয়বারের মত ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পরিবর্ধিত সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৬৭৬ জন। কয়েকটি কারিগরি/পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না পাওয়ায় ৩৪টি পদে প্রার্থী মনোনয়ন করা সম্ভব হয়নি বলে এতে বলা হয়।
এর আগে দ্বিতীয়বারের মতো গত ৬ নভেম্বর ৪৪তম বিসিএস পরীক্ষার সম্পূরক ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে এক হাজার ৭১০টি শূন্য পদের বিপরীতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছিল পিএসসি। অর্থাৎ, আজকের পরিবর্ধিত সম্পূরক ফলাফলে বাদ পড়ল আরও ৫ প্রার্থী।
পরিবর্ধিত সম্পূরক ফলাফল দেখুন এখানে
পিএসসির এক বিজ্ঞপ্তিতে ওইদিন বলা হয়েছিল, ৪৪তম বিসিএসের (প্রথমবার) ফল গত ৩০ জুন ২০২৫ তারিখে প্রকাশিত হয়। পরে কমিশনের নির্ধারিত পদ্ধতিতে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ওই ফলাফলে মনোনীত ৩০৩ জন প্রার্থী লিখিতভাবে ঘোষণা দেন যে তারা তাদের প্রাপ্ত ক্যাডার পদে বা পছন্দক্রমের নিম্নতর কোনো ক্যাডারে যোগদান করবেন না।
এই পরিস্থিতিতে পিএসসি ২৬০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সুপারিশ করা থেকে বিরত থাকে। একই সঙ্গে ৪৩ জন প্রার্থীকে তাদের বর্তমান ক্যাডারের চেয়ে উচ্চতর পছন্দক্রমের পদে সাময়িক মনোনয়ন প্রদান করা হয়।
উদ্ভূত শূন্য পদগুলো পূরণে মেধাক্রম ও প্রচলিত কোটা-বিধান অনুসরণ করে কমিশন নতুনভাবে সম্পূরক ফল প্রস্তুত করে। এর ভিত্তিতে ৪৪তম বিসিএসের বিভিন্ন ক্যাডারে এক হাজার ৬৮১ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল গত ৬ নভেম্বর।