ঢাবি থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ৪৭তম বিসিএসের প্রার্থীরা

ডাকসু ভবনের সামনে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান
ডাকসু ভবনের সামনে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান  © টিডিসি

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের পিএসসি ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ এবং জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। আন্দোলন শেষে ডাকসু ভবনের সামনে অবস্থান করছে তারা। ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে নতুন কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান বিক্ষুব্ধ ৪৭তম বিসিএস প্রিলি পাস করা পরীক্ষার্থীরা।

আজ রবিবার (৯ নভেম্বর) বিকাল থেকে ডাকসু ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার্থী  সবুজ বলেন, এদেশে জন্মগ্রহণ করা আমার পাপ হয়েছে। রাষ্ট্র আমাদের দায়িত্ব নিতে পারেনি।  আমাদের রক্তের ওপর দিয়ে বারবার সরকার গঠন করে কিন্তু ক্ষমতায় যাবার পর ছাত্রদের আর কোনো খবর রাখে না। আমরা সময় চাইতে এসেছি,  আমাদের পিটানো হয়েছে। আমি কারো কাছে বিচার চাইব না, আমি আল্লাহ কাছে বিচার দিলাম।  

৪৭তম বিসিএসের আরেক লিখিত পরীক্ষার্থী খাইরুল বলেন, আগে বলা হতো সরকারে কোনো ছাত্র প্রতিনিধি নেই, তাই শিক্ষার্থীদের কোনো কথাই সরকারের কাছে পৌঁছায় না। কিন্তু ৫ আগস্টের পর সরকারে দুইজন ছাত্র প্রতিনিধি থাকার পরও তারা আমাদের কোনো খবর রাখেননি। আমাদের এই যৌক্তিক দাবিগুলো নিয়ে যেন সরকার মহলে আলোচনা হয়—এই প্রত্যাশায় আমরা এখন ডাকসু ভবনের সামনে অবস্থান করছি। আমরা ২৪ ঘণ্টা এখানে অবস্থান করব। এর মধ্যে যদি সরকার আমাদের সঙ্গে আলোচনা করে, তাহলে আমরা পড়ার টেবিলে ফিরে যাব; আর যদি না করে, তাহলে ২৪ ঘণ্টা পর আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।

চাকরিপ্রার্থীদের অভিযোগ, পূর্ববর্তী বিসিএস পরীক্ষাগুলোতে লিখিত পরীক্ষার জন্য তিন থেকে ছয় মাস সময় দেয়া হলেও এবার হাতে মিলেছে মাত্র ৪০ দিন। আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাওয়া লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় এই সিদ্ধান্ত বৈষম্যমূলক। 


সর্বশেষ সংবাদ