ডাকসু-জাকসু-রাকসু-চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

০৭ নভেম্বর ২০২৫, ০৪:০১ PM
ডাকসু-জাকসু-রাকসু ও চাকসুর ছাত্র সংসদ নেতারা

ডাকসু-জাকসু-রাকসু ও চাকসুর ছাত্র সংসদ নেতারা © টিডিসি সম্পাদিত

‘দুর্বার নেতৃত্বে গড়ি স্বপ্নের ক্যাম্পাস’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে নির্বাচিত প্রতিনিধিদে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক (জিএস) ফরহাদ হোসেন, এজিএস মহিউদ্দীন খান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) ভিপি (সহসভাপতি) মো. ইব্রাহিম হোসেন, জিএস (সাধারণ সম্পাদক) সাঈদ বিন হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, এজিএস (পুরুষ) ফেরদৌস আল হাসান ও এজিএস (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা।

আরও পড়ুন : জাতি তারুণ্যনির্ভর একটি বাংলাদেশ দেখতে চায়: জামায়াত আমীর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির সহ ছাত্রসংসদগুলোর কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ।

ডাকসু-জাকসু-রাকসু-চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, জাতির স্বপ্নকে আমাদের বুকে ধারণ করতে হবে এবং সেটি বাস্তবায়নের জন্যই আমাদের এগিয়ে যেতে হবে। আমি তারুণ্যনির্ভর একটি বাংলাদেশ দেখতে চাই ; শুধু আমি নয়, সমগ্র জাতিই তা প্রত্যাশা করে। তাই নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অতীতে দেখা গেছে, ছাত্রসংসদে নির্বাচিত অনেকেই নানা বিষয়ে জড়িয়ে পড়েন। আমরা চাইবো, এবার যেন এক শতাংশও সেই ঘাটতি না থাকে। তোমরাই স্বৈরাচারের বিরুদ্ধে লড়েছো, তোমরাই প্রমাণ করেছো তারুণ্যের শক্তি। আমাদের বিশ্বাস; তোমরাই আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে।

ছাত্রশিবিরের আমন্ত্রণে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ আটটি ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সভাপতি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এর আগে তাদের ফুলেল শুভেচছা জানায় ছোট শিশুরা। 

এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুল ইসলাম পলাশ, জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়েরসহ শিবির ও জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

একই পরিবারের ৩ জনের মৃত্যু
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে জবি শিক্ষক সমিতির উদ্বেগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
মহিলা জামায়াতের কোরআন তালিমে দেশীয় অস্ত্র নিয়ে যুবদলের হাম…
  • ১৬ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ২
  • ১৬ জানুয়ারি ২০২৬
যেভাবে বেঁচে ফিরলেন ৩ জন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইসিবি ইসলামিক ব্যাংক নিয়োগ দেবে প্রোকিউরমেন্ট অফিসার, আবেদ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9