তাহরিমা জান্নাত সুরভী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ও সম্পাদিত
তানজিলা তাবাসসুম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীকে গুম করে কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন কারামুক্ত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমন অভিযোগ করেছেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে নিজের থানা ও কারাগারের অভিজ্ঞতা বর্ণনা করেন সুরভী। এ সময় তার বিরুদ্ধে হওয়া চাঁদাবাজি মামলার অঙ্ক, বয়সসহ নানা বিষয়ে কথা বলেন।
বক্তব্যের এক পর্যায়ে তাহরিমা জান্নাত সুরভী বলেন, আমার সাথে জেলে আরেকটা মেয়ে ছিল, সে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তানজিলা তাবাসুম, অর্থনীতি নিয়ে পড়তেছে সেকেন্ড ইয়ারে। ওই মেয়েটাকে পুরা গুম করে রাখা হয়েছে।
তিনি বলেন, আমার ফ্যামিলি তো জানে আমি জেলে, কিন্তু ওর ফ্যামিলি জানে যে ও বিশ্ববিদ্যালয়ের হলে। আর ওর ইউনিভার্সিটির স্টুডেন্টরা জানে ও বাসায়। এভাবে স্টুডেন্টদের মুখ কেন বন্ধ করা হচ্ছে? ওই মেয়েটাও সেইম, আমার মত প্রতিবাদী কন্ঠ ছিল।
প্রশ্ন রেখে তাহরিমা জান্নাত সুরভী বলেন, আমাদের মত প্রতিবাদী কন্ঠ ছিল এমন মেয়েকে এভাবে জেলে গুম করে রাখা হয়েছে, পরিবার জানে না, ইউনিভার্সিটিও জানে না। এভাবে আমাদের কন্ঠরোধ করে রাখা হয়েছে কেন?