সেই সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী

০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৩১ PM , আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:০৪ PM
ভুক্তভোগী তাহরিমা জান্নাত সুরভী ও সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়

ভুক্তভোগী তাহরিমা জান্নাত সুরভী ও সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয় © সংগৃহীত ও সম্পাদিত

সাংবাদিকের করা চাঁদাবাজির মামলায় এক মাস পর গ্রেপ্তার হয়েছিলেন ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। ১০ দিন কারাভোগের পর আজ সোমবার (৫ জানুয়ারি) তাকে নিয়ে চরম সমালোচনার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও আদালত। ১৮ বছরের কম বয়সীদের ক্ষেত্রে শিশু আদালতে নেওয়ার বিধান থাকলেও এখতিয়ারবহির্ভূতভাবে ম্যাজিস্ট্রেট আদালতে সুরভীর মামলা পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৬ নভেম্বর চাঁদাবাজির মামলা দায়েরের পর বাদি সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী নিজেও। তবে চাঁদাবাজির মামলা হওয়ার পর এই মামলা দায়ের করায় স্পর্শকাতর হলেও এ বিষয়টি গুরুত্ব পায়নি পুলিশের কাছে।

আজ সোমবার আদালতে নেওয়ার আগেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হলেও তার রিমান্ড মঞ্জুর করেন গাজীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এতটুকুই নয়, ১৭ বছর বয়সী সুরভীকে পুলিশের দেখানো ২১ বছর আমলে নিয়েই তাকে রিমান্ড দেওয়া হয়। এক্ষেত্রে তার পড়াশোনার ক্ষয়ক্ষতির বিষয়টিকেও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এ পরীক্ষায় বসার কথা ছিল সুরভীর। কিন্তু গ্রেপ্তার, কারাবরণ আর রিমান্ডে পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে তার।

আরও পড়ুন: ‘অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয় সুরভীকে’

এদিকে কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর সুুরভীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন বাংলাদেশ প্রতিদিনের (বর্তমানে কালবেলায় কর্মরত) মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈমুর রহমান দুর্জয়। প্রায় এক মাস পর গত ২৫ ডিসেম্বর রাতে বাসা ঘেরাও করে ঘুমন্ত অবস্থা থেকে তুলে সুরভীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

ওই সময় পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখা হয়, সুরভীর বিরুদ্ধে অন্তত ৫০ কোটি টাকা চাঁদাবাজির মামলা রয়েছে। পরে দ্য ডেইলি ক্যাম্পাসের অনুসন্ধানে উঠে আসে ভীন্ন চিত্র। সুরভীর বিরুদ্ধে দায়ের করা একটি মামলাতে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ রয়েছে। অপরদিকে মামলার এজাহারে তাকে ২০ এবং প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআরে) ২১ বছর বয়সী বলে উল্লেখ করা হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। যদিও জন্ম সনদ অনুযায়ী, সুরভীর প্রকৃত বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন।

আরও পড়ুন: মামলায় আছে ৫০ হাজার, গণমাধ্যমে হয়ে গেল ৫০ কোটি টাকা!

এরই মধ্যে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত নভেম্বরে দুর্জয়ের দায়ের করা মামলার দিনই তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন সুরভী। তার মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। কিন্তু ওই মামলার বিষয়টি একপ্রকার ধামাচাপা দেওয়া হয়েছে। উভয় মামলা রেকর্ড করেছিলেন ওই সময়ের ওসি মো. আব্দুল মান্নান।  এ বিষয়ে জানতে চাইলে তৎকালীন ওসি মো. আব্দুল মান্নান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি মামলা রেকর্ড করলেও ৭ ডিসেম্বর আমার ট্রান্সফার হয়ে গেছে। এসব বিষয়ে আমি আর সম্পৃক্ত নই।

এর আগে বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুকের সঙ্গে কথা হয় দ্য ডেইলি ক্যাম্পাসের। ওই সময়ে সুরভীর বয়সের উল্লেখ নিয়ে কথা বলেন তিনি। তবে পরবর্তীতে ধর্ষণচেষ্টার মামলার বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন দেওয়া হলেও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে কালিয়াকৈর থানার বর্তমান ওসি খন্দকার নাসির উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তিনি নতুন যোগ দেওয়ায় মামলার বিষয়ে জানতেন না। জেনে কথা বলবেন বললেও পরবর্তীতে তাকে আর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ১৭ বছরকে ২১ দেখিয়ে রিমান্ড আবেদন, সেই সুরভীর ২ দিনের রিমান্ড

যুক্তরাজ্যের সলিসিটর ব্যারিস্টার বিপ্লব কুমার পোদ্দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষার বিষয়টি বিবেচনায় না নিয়ে অবশ্যই সম্পূর্ণ ভুল করছে। এখানে বড় একটা চক্র কাজ করছে। এটা যদি রিট হয়, তাহলে আদেশ দেওয়া ম্যাজিস্ট্রেট ফেসে যাবেন।

একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি ও ধর্ষণচেষ্টার মামলার বিষয়ে তিনি বলেন, এখানে সবকিছু প্রায়রিটি পাবে। যদিও ধর্ষণচেষ্টার মামলাটি পরে হওয়ায় চাঁদাবাজি মামলা থেকে বাঁচতে দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়। এই সিচুয়েশনে কোনটাই কম প্রায়রিটি পাবে না। যদি চাঁদাবাজি করে থাকে, সেটাও গুরুত্বপূর্ণ অভিযোগ, যদি ধর্ষণচেষ্টা করে থাকে, সেটাও। হয়তো ঘটনাটা আগে বা পরে হয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট। এক্ষেত্রে কথা বলবে এভিডেন্স।

ব্যারিস্টার বিপ্লব কুমার পোদ্দার আরও বলেন, সুরভীকে এই মামলায় পূর্ণবয়স্ক হিসেবে ট্রিট করেছে। তাকে রিমান্ড দিয়েছে, জেনারেল মামলায় তাকে ট্রিট করা হচ্ছে। এটা সঠিক নয়। তার বিষয়টি পুরোটাই শিশু আদালতের।

যে কারণে স্থগিত হলো দুই আসনের নির্বাচন
  • ০৯ জানুয়ারি ২০২৬
কাবিনের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
  • ০৯ জানুয়ারি ২০২৬
কাঠবোঝাই ট্রাকে বাসের ধাক্কা: শিক্ষার্থীসহ নিহত ৩, আহত ১০
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই আসনে নির্বাচন স্থগিত
  • ০৯ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ইনকোর্স পরীক্ষার তার…
  • ০৯ জানুয়ারি ২০২৬
শীতের ভোলা যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক স্বর্গরাজ্য
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9