কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে তথ্য আপডেটের নির্দেশ

কারিগরি শিক্ষা অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর  © সংগৃহীত

২০২৫-২০২৬ অর্থবছরের কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের জন্য নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেটের জন্য নির্দেশনা দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের (রংপুর) পরিচালক (উপসচিব) খন্দকার মোঃ নার্হিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, (১) কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্মারক-৫৭.০৩.০০০০.০১০.৪০.০০৫.২৫-৩১৬, ২৯ অক্টোবর, এবং স্মারক-৫৭.০৩.০০০০.০১০.৪০.০০৫.২৫-৩১৮ তারিখ ১০ নভেম্বর মাধ্যমে রংপুর আঞ্চলিক কার্যালয়ের অধিক্ষেত্রাধীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২০২৫-২৬ অর্থবছরের উপবৃত্তি প্রদানের নিমিত্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীর তথ্য আপডেট করার বিষয়ে অধিদপ্তরের সূত্রোক্ত পত্রদ্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

কিন্তু অধিকাংশ সরকারি/বেসরকারি এসএসসি/দাখিল (ভোকেশনাল)/ এইচএসসি (বিএমটি)/পলিটেকনিক ইন্সটিটিউটসমূহ কনফিগারেশনে সঠিকভাবে সংশ্লিষ্ট পর্ব/শ্রেণির মোট ছাত্র-ছাত্রী, সক্রিয় ভাতা ভোগী ছাত্র-ছাত্রী + নতুন এন্ট্রিযোগ্য ছাত্র-ছাত্রীর সংখ্যা পর্ব/শ্রেণির ফলাফল (জিপিএপ্রাপ্ত) পর্যালোচনা না করে এবং নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীর কনফিগারেশনে আপডেট তথ্য আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে অধিদপ্তরের অনুমোদন ব্যতিরেকেই নতুন এন্ট্রিকৃত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ করতেছে, যা গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট শ্রেণি/পর্বের বোর্ড অনুমোদিত মোট আসনের ভিত্তিতে ছাত্র-ছাত্রী গণনা করা যাবে না। সংশ্লিষ্ট শ্রেণি/পর্বের ভর্তিকৃত নিয়মিত ছাত্র-ছাত্রীদের গণনা করে কনফিগারেশনে এন্ট্রি করতে হবে। এভাবেই মোট ছাত্র-ছাত্রীর পরিসংখ্যান উপজেলা, জেলা, বিভাগ, কেন্দ্রীয়ভাবে অটো জেনারেটেড হয়ে থাকে এবং কারিগরি শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিসংখ্যান পাওয়া যায়।

 পর্ব/শ্রেণি প্রমোশনের জন্য কারা বৃত্তি পাবে/পাবে না

(ক) দশম শ্রেণির বৃত্তির জন্য নবম শ্রেণির নিয়মিত পরিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণগন নীতিমালার অন্যান্য শর্তাবলি প্রতিপালন সাপেক্ষে বৃত্তির জন্য বিবেচনা করা যাবে। অনিয়মিত পরিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী এবং রেফার্ডপ্রাপ্ত (এক বা দুই বিষয়ে) ছাত্র-ছাত্রী বৃত্তি পাবে না। অনিয়মিত পরিক্ষার্থী হিসেবে নবম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হলে, তাকে দশম শ্রেণির মোট শিক্ষার্থী হিসেবে গণনাযোগ্য হবে, কিন্তু সক্রিয় + নতুন এন্ট্রিযোগ্য শিক্ষার্থী হিসেবে বৃত্তি প্রাপ্তির জন্য বিবেচনা করা যাবে না/বৃত্তি পাবে না। সক্রিয় ভাতাভোগী ছাত্র-ছাত্রী + নতুন এন্ট্রিযোগ্য ছাত্র-ছাত্রী একত্রে কোনভাবেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী মোট উত্তীর্ণদের (জিপিএপ্রাপ্ত) অধিক হবে না।

(খ) দ্বাদশ শ্রেণির বৃত্তির জন্য একাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে সকল বিষয়ে উত্তীর্ণ (জিপিএপ্রাপ্ত) শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য শর্তাবলি প্রতিপালন সাপেক্ষে বৃত্তির জন্য বিবেচনা করা যাবে। অনিয়মিত পরিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী এবং রেফার্ডপ্রাপ্ত (এক বা দুই বিষয়ে) ছাত্র-ছাত্রী বৃত্তি পাবে না। একাদশ শ্রেণিতে অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে, সে মোট শিক্ষার্থীর ক্ষেত্রে গণনাযোগ্য হবে কিন্তু সক্রিয় + নতুন এন্ট্রিযোগ্য শিক্ষার্থী হিসেবে বৃত্তি প্রাপ্তির জন্য বিবেচনা করা যাবে না/বৃত্তি পাবে না সক্রিয় ভাতাভোগী ছাত্র-ছাত্রী + নতুন এন্ট্রিযোগ্য ছাত্র-ছাত্রী একত্রে কোনভাবেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী মোট উত্তীর্ণদের (জিপিএপ্রাপ্ত)অধিক হবে না।

(গ) ২য়, ৪র্থ, ষষ্ঠ ও ৮ম পর্বের শ্রেণির বৃত্তির জন্য পূর্ববর্তী ১ম/৩য়/৫ম/৭ম শ্রেণির নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে সকল বিষয়ে উত্তীর্ণ (জিপিএপ্রাপ্ত) শিক্ষার্থীগণ নীতিমালার অন্যান্য শর্তাবলি প্রতিপালন সাপেক্ষে বৃত্তির জন্য বিবেচনা করা যাবে। অনিয়মিত পরিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী এবং রেফার্ডপ্রাপ্ত (এক বা দুই বিষয়ে) ছাত্র-ছাত্রী বৃত্তি পাবে না। অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে, সে মোট শিক্ষার্থীর ক্ষেত্রে গণনাযোগ্য হবে কিন্তু সক্রিয় + নতুন এন্ট্রিযোগ্য শিক্ষার্থী হিসেবে বৃত্তি প্রাপ্তির জন্য বিবেচনা করা যাবে না/বৃত্তি পাবে না। সক্রিয় ভাতাভোগী ছাত্র-ছাত্রী + নতুন এন্ট্রিযোগ্য ছাত্র-ছাত্রী একত্রে কোনভাবেই নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী মোট উত্তীর্ণদের (জিপিএপ্রাপ্ত) অধিক হবে না।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১নং সূত্রোক্ত পত্রের বিজ্ঞপ্তি মোতাবেক বৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থীদের নামের তালিকাসহ বাছাই কমিটির সুপারিশ এবং প্রতিষ্ঠানের প্যাডে মহাপরিচালক মহোদয় বরাবরে ফরওয়ার্ডিসহ (দুই সেট) জমা দেয়নি/কনফিগারেশনে সংশ্লিষ্ট পর্ব/শ্রেণির ছাত্র-ছাত্রীর সঠিক তথ্য প্রদান করেননি/ প্রতিষ্ঠানের আপডেট তথ্য অনুমোদন না নিয়ে যে সকল প্রতিষ্ঠান নতুন এন্ট্রিকৃত শিক্ষার্থীদের নামের তালিকা প্রেরণ করবে, সে সকল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের প্রেরিত নামের তালিকা অত্র কার্যালয় থেকে অনুমোদন করে কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হবে না।

এমতাবস্থায়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের ১নং সূত্রোক্ত পত্রের নোটিশ, ২নং সুত্রোক্ত পত্র মোতাবেক ডাটা এন্ট্রি সংক্রান্ত গাইড লাইন, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ সহায়তা প্রদান নির্দেশিকা, ২০২৩,বিভিন্ন শ্রেণি/পর্বের ফলাফল যাচাই-বাছাই ও কনফিগারেশনে শিক্ষার্থীর সঠিক তথ্য আপডেট করে আগামী ০৮/১২/২০২৫ খ্রি. তারিখের মধ্যে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তর হতে কনফিগারেশন তথ্য আপডেট অনুমোদন নিয়ে নতুন এন্ট্রিকৃত শিক্ষার্থীর তালিকা আঞ্চলিক অফিসে জমাদানের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।

এতে আরও বলা হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গাফিলতি/অবহেলার কারণে কোন শিক্ষার্থীর বৃত্তি প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হলে/বৃত্তি না পেলে এজন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়ী থাকবেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence