কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য এন্ট্রি ও হালনাগাদের সময় বাড়ল

কারিগরি শিক্ষা অধিদপ্তর
কারিগরি শিক্ষা অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ অর্থবছরের উপবৃত্তি প্রদানের নিমিত্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের (আপডেট) সময় বৃদ্ধি করা হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপবৃত্তি সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ হতে ২০২৫ শিক্ষাবর্ষের প্রি-ভোকেশনাল (৬ষ্ঠ-৮ম শ্রেণি), এসএসসি (ভোকেশনাল), দাখিল ভোকেশনাল (৯ম-১০ম শ্রেণি), এইচএসসি ভোকেশনাল বা বিএমটি (একাদশ-দ্বাদশ শ্রেণি), চার বছর মেয়াদী ডিপ্লোমা ১ম পর্ব (২০২৫- ২৬), ২য় পর্ব (২০২৪-২৫), ৪র্থ পর্ব (২০২৩-২৪), ৬ষ্ঠ পর্ব (২০২২-২৩) এবং ৮ম পর্ব (২০২১- ২২ শিক্ষাবর্ষ) এর উপবৃত্তি প্রদানের নিমিত্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করার নির্দেশনা দেওয়া হয়। 

পূর্বের বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়সূচী পরিবর্তনপূর্বক নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। ১০ নভেম্বর হতে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি (প্রযোজ্য ক্ষেত্রে) করে আঞ্চলিক কার্যালয়ে প্রেরণ এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট সম্পন্নকরণ চলবে।

আরও পড়ুন: ডেডলাইন শেষ, কর্মচারীদের আন্দোলন নিয়ে যা বলছে কমিশন

১১ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে DTE Stipend MIS এর মাধ্যমে প্রাপ্ত তথ্য আঞ্চলিক পরিচালকের কার্যালয় হতে যাচাই-বাছাইপূর্বক রেজুলেশনসহ মহাপরিচালক বরাবর প্রেরণ করা হবে। কারিগরি বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপবৃত্তি সেল) এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ তরিকুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


সর্বশেষ সংবাদ