বান্দরবান জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পাবেন শিক্ষাবৃত্তি, আবেদন আহবান

২৪ নভেম্বর ২০২৫, ১০:২৭ AM
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ © সংগৃহীত

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরে জেলার মেধাবী ও আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে। এ উপলক্ষে বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা এবং দেশের বিভিন্ন কলেজ, ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক/সমমান, স্নাতক (সম্মান)/সমমান এবং স্নাতকোত্তর/সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা নির্ধারিত শর্তসাপেক্ষে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তসমূহ

১. আবেদনকারীকে অবশ্যই বান্দরবানের স্থায়ী বাসিন্দা এবং সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থী হতে হবে।
২. নতুন বা হালনাগাদ ফলাফলের ভিত্তিতে আবেদন জমা দিতে হবে।
৩. অসম্পূর্ণ আবেদন, প্রয়োজনীয় সনদ সংযুক্ত না থাকা বা সাদা/নীল ব্যাকগ্রাউন্ডের ছবি না থাকলে আবেদন বাতিল হবে।
৪. নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করা যাবে [www.bhdc.gov.bd] ওয়েবসাইট বা জেলা পরিষদ কার্যালয় থেকে।
৫. আবেদনপত্র অবশ্যই আগামী ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে।
৬. নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না।
৭. বৃত্তি প্রদানে জেলা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

যা যা সংযুক্ত করতে হবে

* সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধানের সিলযুক্ত অফিসিয়াল প্যাডে অধ্যয়নরত থাকার প্রত্যয়নপত্র (এতে মোবাইল নম্বর ও ইমেইল থাকতে হবে)।
* জেলা প্রশাসক/সার্কেল চিফ প্রদত্ত স্থায়ী বাসিন্দার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ—যেকোনো একটি।
* সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

জেলা পরিষদ আরও জানায়, ভুল বা অসত্য তথ্যযুক্ত আবেদন পাওয়া গেলে প্রয়োজনীয় তদন্ত চালানো হবে এবং অসামঞ্জস্য ধরা পড়লে আবেদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত ফরম ছাড়া অন্য কোনো ফরমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষ প্রয়োজনবোধে বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তন বা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

চবির বিভিন্ন ইউনিটের চয়েস লিস্ট পূরণের তারিখ নির্ধারণ
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আরো এক প্রার্থী
  • ১৮ জানুয়ারি ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ খেলবে কিনা, ভাবছে পাকিস্তানও?
  • ১৮ জানুয়ারি ২০২৬
প্রার্থীতা ফিরে পেলেন বিএনপির আব্দুল আউয়াল মিন্টু 
  • ১৮ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা জারি নিয়ে ধোঁয়াশা, যা বলছে মন্ত্রণালয়
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9