সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে নিউইয়র্ক টাইমস, আবেদন করতে পারবেন সদ্য স্নাতকধারীরাও

নিউইয়র্ক টাইমস ফেলোশিপ ২০২৬-এ অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই
নিউইয়র্ক টাইমস ফেলোশিপ ২০২৬-এ অংশগ্রহণ করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে শুরু হতে যাচ্ছে নিউইয়র্ক টাইমস ফেলোশিপ ২০২৬। এই মর্যাদাপূর্ণ ফেলোশিপ কর্মসূচিতে অংশ নিতে পারবেন প্রাথমিক পর্যায়ের সাংবাদিক, রিপোর্টার, সম্পাদক, মিডিয়া পেশাজীবী এবং সদ্য স্নাতকেরা। এক বছরের এই প্রোগ্রামে নির্বাচিতরা বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিভিন্ন বিভাগে কাজ করার বাস্তব সুযোগ পাবেন। আবেদন করার শেষ সময় ১৯ নভেম্বর ২০২৫।

ফেলোরা পেশাদার সাংবাদিকদের সঙ্গে সরাসরি নিউজরুমে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং রিপোর্টিং, ভিডিও, গ্রাফিক, অডিও ও ডিজাইনসহ বিভিন্ন সেক্টরে হাতে-কলমে দক্ষতা বৃদ্ধি করার সুযোগ পাবেন।

ফেলোশিপের স্থান

বেশির ভাগ ফেলো দ্য নিউইয়র্ক টাইমসের নিউইয়র্ক সদর দপ্তরে কাজ করবেন। তবে কিছু ফেলোশিপ সুযোগ থাকবে ওয়াশিংটন, সান ফ্রান্সিসকো ও লন্ডন অফিসেও। প্রতিষ্ঠানটি বর্তমানে হাইব্রিড কর্মপদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ ফেলোদের প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় অফিসে উপস্থিত থাকতে হবে।

সুযোগ-সুবিধা

*বেতন প্রদান করবে;

*পূর্ণকালীন সাংবাদিকদের মতো কাজ করার অভিজ্ঞতা অর্জন করবেন;

*আন্তর্জাতিক পরিমণ্ডলে সাংবাদিকতা শেখার অনন্য সুযোগ সৃষ্টি হবে;

আরও পড়ুন: বিনা মূল্যে জার্মানির ক্রসকালচার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিন, আবাসন-মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

ফেলোশিপের বিভাগ

*রিপোর্টিং;

*ভিজ্যুয়ালস ও গ্রাফিক;

*ফটোগ্রাফি;

*নিউজ ভিডিও ও রিপোর্টিং ভিডিও;

*ডিজিটাল ও প্রিন্ট ডিজাইন;

*অডিয়েন্স ও অপিনিয়ন বিভাগ;

*ফটো এডিটিং;

*এআই ইনিশিয়েটিভস;

*দ্য আপশট (বিশেষ বিশ্লেষণ বিভাগ);

আরও পড়ুন: বিনা মূল্যে আমেরিকায় এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবাসনসহ দেবে যেসব সুবিধা

প্রয়োজনীয় যোগ্যতা

*প্রাথমিক পর্যায়ের সাংবাদিক বা সদ্য স্নাতক প্রার্থীরা আবেদন করতে পারবেন;

*বিশ্বের যেকোনো দেশের প্রার্থীরা আবেদনযোগ্য;

*যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে কাজ করার অনুমোদন থাকতে হবে;

*প্রতিটি ফেলোশিপ পদের জন্য আলাদা কিছু যোগ্যতা থাকতে পারে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই অংশ নিন পর্তুগাল বিশ্ব যুব ফোরামে, আবেদনের সুযোগ ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের

প্রয়োজনীয় কাগজপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*কভার লেটার;

*পোর্টফোলিও লিংক (যদি প্রয়োজন হয়);

*ওয়ার্ক স্যাম্পল (যদি প্রয়োজন হয়);

আরও পড়ুন: সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, আবেদন করবেন যেভাবে

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ নভেম্বর ২০২৫।


সর্বশেষ সংবাদ