লন্ডন স্কুল অব ইকোনমিকসে ফ্রি অনলাইন কোর্স, সুযোগ পেশাজীবী-শিক্ষার্থীদের

লন্ডন স্কুল অব ইকোনমিকসে বিনা মূল্যে অনলাইন কোর্স করতে খুঁটিনাটি জেনে করুন আবেদন
লন্ডন স্কুল অব ইকোনমিকসে বিনা মূল্যে অনলাইন কোর্স করতে খুঁটিনাটি জেনে করুন আবেদন   © সংগৃহীত

লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই) ২০২৫ সালের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্স ঘোষণা করেছে। এসব কোর্সে অংশ নিতে পারবেন বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থী ও পেশাজীবীরা। কোর্স অনুযায়ী আবেদনের সময়সীমা ভিন্ন ভিন্ন। 

যেসব বিষয়ে কোর্স করার সুযোগ

*অর্থনীতি;

*রাজনীতি;

*আইন;

*সমাজবিজ্ঞান;

*স্বাস্থ্যনীতি;

*হিসাববিজ্ঞান;

*ফিন্যান্স;

*যোগাযোগ, গণিত, পরিসংখ্যান;

কোর্সগুলো প্রাথমিক ও মধ্যবর্তী স্তরের শিক্ষার্থী, এমনকি পেশাজীবীদের জন্যও উপযোগী।

আরও পড়ুন: ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বিশ্বব্যাংক, স্নাতক-স্নাতকে অধ্যয়নরতদেরও সুযোগ আবেদনের

কেন করবেন এসব কোর্স

*বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের কাছ থেকে শেখার সুযোগ;

*নতুন দক্ষতা অর্জন ও জ্ঞান বৃদ্ধি;

*ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সহায়ক;

*নিজের সুবিধামতো সময় ও গতিতে পড়াশোনা;

*অডিট অপশনের মাধ্যমে বিনা মূল্যে কোর্স করা যায়;

*চাইলে সার্টিফিকেট সংগ্রহ (সামান্য ফি দিয়ে);

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

আবেদনের শর্তাবলি

*বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত;

*অধিকাংশ প্রাথমিক কোর্সের জন্য পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয়;

*ইন্টারনেট ও মোবাইল ডিভাইসের মাধ্যমে কোর্সে অংশগ্রহণ করতে হবে;

*কোনো বয়সসীমা নেই;

*নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স সম্পন্ন করতে হবে;

*পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী শিক্ষার্থীদের edX-এ রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর কোর্স তালিকা থেকে নিজের আগ্রহের কোর্স নির্বাচন করতে হবে। 

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ