বিদেশে উচ্চশিক্ষা

কানাডার ভিসা ইন্টারভিউ: যেভাবে নেবেন প্রস্তুতি

২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ PM
কানাডার ভিসা ইন্টারভিউয়ের প্রস্তুতির বিশেষ কৌশল জেনে নিন

কানাডার ভিসা ইন্টারভিউয়ের প্রস্তুতির বিশেষ কৌশল জেনে নিন © সংগৃহীত

কানাডার ভিসা ইন্টারভিউ অনেকের কাছেই দুশ্চিন্তার বিষয়। বিশেষ করে বাংলাদেশি আবেদনকারীরা ভিসা অফিসারের প্রশ্ন, কাগজপত্রের প্রস্তুতি এবং আচরণগত দিক নিয়ে বিভ্রান্ত থাকেন। তবে কিছু সহজ কৌশল মেনে চললে ইন্টারভিউ আরও আত্মবিশ্বাসী ও সফলভাবে মোকাবিলা করা সম্ভব। ২০২৫ সালের জন্য বাংলাদেশিদের উদ্দেশে সাজানো হলো কানাডা ভিসা ইন্টারভিউয়ের কার্যকর টিপস ও নির্দেশনা।

১️. প্রস্তুতি

ক. কাগজপত্র ঠিকভাবে সাজানো

*পাসপোর্ট–বৈধ ও বর্তমান ভিসার জন্য যথেষ্ট সময় থাকা;

*ভিসা ফর্ম/DS-160/IMM ফর্ম–অনলাইনে পূরণকৃত কপি;

*আর্থিক দলিল–ব্যাংক স্টেটমেন্ট, সেভিংস, ইনকাম প্রমাণ;

*শিক্ষাগত দলিল–সনদপত্র, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট;

*নিয়োগ বা অফিশিয়াল চিঠি (ওয়ার্ক বা স্টাডি ভিসা);

*পরিবার বা সামাজিক সংযোগ প্রমাণ–যেমন জন্ম সনদ, বিবাহ সনদ;

সব নথিপত্রের মূলকপি ও ফটোকপি সঙ্গে রাখা ভাল, যাতে ইন্টারভিউয়ে সহজে দেখানো যায়। কাগজপত্র সুন্দরভাবে ফোল্ডার বা ফাইলে সাজিয়ে রাখুন।

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

খ. প্রশ্নের সম্ভাব্য তালিকা

কানাডার ভিসা ইন্টারভিউ সাধারণত আপনার উদ্দেশ্য, আর্থিক অবস্থা এবং দেশে ফেরার ইচ্ছা যাচাই করে। প্রধান প্রশ্নগুলো হতে পারে:

*কেন কানাডা যাচ্ছেন? (স্টাডি, ট্যুরিজম, ওয়ার্ক);

*কোন শহরে থাকবেন?

*কোথায় পড়াশোনা/কাজ করবেন?

*আপনার আয়ের উৎস কী?

*বাংলাদেশের সঙ্গে আপনার সংযোগ কী? (কাজ, পরিবার, প্রপার্টি) আগের ভিসা বা ভ্রমণ অভিজ্ঞতা। সংক্ষিপ্ত ও সঠিক উত্তর দিন, অতিরিক্ত গল্প বলবেন না;

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

গ. ভাষা এবং আচরণ

*সরাসরি চোখের যোগাযোগ রাখুন;

*শান্ত, আত্মবিশ্বাসী ও সৌজন্যপূর্ণ থাকুন;

*হ্যাঁ/না বোঝানোর আগে ভালভাবে প্রশ্ন বুঝুন;

*ভুল উত্তর দিলে সরাসরি ক্ষমা চাইতে দ্বিধা করবেন না, কিন্তু পরবর্তীতে সত্য বলুন;

*চাপ অনুভব করলে ধীরে শ্বাস নিন এবং চিন্তাভাবনা স্পষ্ট করুন;

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

ঘ. পোশাক

*অফিশিয়াল বা সিম্পল বিজনেস লুক;

*অতি রঙিন বা ফ্লোরাল এড়ানো;

*পরিচ্ছন্ন ও প্রফেশনাল দেখানো গুরুত্বপূর্ণ;

ঙ. সময় ব্যবস্থাপনা

*ইন্টারভিউয়ের আগে যথেষ্ট সময় নিয়ে পৌঁছানো;

*৫–১০ মিনিট আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করা;

২️. বিশেষ কৌশল

*ব্লুপ্রিন্ট তৈরি করুন–ভিসার প্রশ্নের জন্য ছোট ছোট মেমো, যেটা চোখে পড়া সহজ;

*স্মার্ট আর্থিক প্রমাণ–ব্যাংক ব্যালান্সের হঠাৎ ওঠানামা হলে ব্যাখ্যা করতে প্রস্তুত রাখুন;

*প্ল্যান আগে জানুন–পড়াশোনা বা ভ্রমণ শেষে কী করবেন, দেশে ফিরবেন কীভাবে, স্পষ্ট থাকুক;

*পুঙ্খানুপুঙ্খ রিহার্সাল–বন্ধু বা পরিবারকে ইন্টারভিউ সিমুলেশন করান;

*ভিসার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ–ভিসা অফিসার “আপনার কথা শুনতে চায়”, কোনো মনোভাব দেখাতে চেষ্টা করবেন না;

*স্টাডি ভিসার ক্ষেত্রে: কোর্সের মেয়াদ, ইনস্টিটিউটের নাম, শিক্ষাগত উদ্দেশ্য জানুন;

*ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে: দর্শনীয় স্থান, যাত্রাপথ ও সময়সূচি প্রস্তুত রাখুন;

পূর্বের ভিসাপ্রাপ্তদের অভিজ্ঞতা অনুসারে সংক্ষিপ্ত, সুনির্দিষ্ট উত্তর দেওয়া সবচেয়ে কার্যকর।

আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয় ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জেনে রাখুন

৩️. সাধারণ ভুল যা এড়ানো উচিত

*জব/প্রোপার্টি বা আয়ের তথ্য মিথ্যা বলা;

*অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার দেখানো;

*প্রশ্ন এড়ানো বা বিকল্প উত্তর দেওয়া;

*খুব ব্যক্তিগত বা অপ্রাসঙ্গিক তথ্য বলা;

৪️. অতিরিক্ত টিপস

*নতুন ভিসা নিলে আগের ভিসা ব্যবহার বা বাতিলের তথ্য প্রস্তুত রাখুন;

*ভ্রমণ ইতিহাস থাকলে দেখাতে প্রস্তুত থাকুন;

*ভিসার প্রশ্ন যদি অনিশ্চিত মনে হয়, শান্তভাবে “I am not sure, but…” বলে উত্তর দিন;

*পলিসি পরিবর্তন থাকতে পারে–২০২৫ সালে COVID/নতুন ইমিগ্রেশন রুল অনুযায়ী পরিবর্তন আছে কি না তা যাচাই করুন;

পরিশেষে, সংক্ষিপ্ত, সত্যনিষ্ঠ, আত্মবিশ্বাসী ও প্রফেশনাল থাকুন। কাগজপত্র প্রস্তুত রাখুন, প্রশ্নের জন্য প্রস্তুতি নিন এবং দেশে ফেরার স্পষ্ট পরিকল্পনা দেখান।

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না ইরান
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ভর্তি পরীক্ষা শুরু কাল, বেশি প্রতিযোগী ‘সি’ ইউনিটে
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করার ঘোষণা দিলেন এনসিপি নেতা …
  • ১৫ জানুয়ারি ২০২৬
৫০ বছর অপেক্ষার পর আফকন ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ সেনেগাল
  • ১৫ জানুয়ারি ২০২৬
কলেজ শিক্ষকদের চাকরির শর্তে পরিবর্তন আনল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ জানুয়ারি ২০২৬
১০ হাজারের বেশি প্রতিষ্ঠান প্রধানের পদ শূন্য
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9