পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে গেল আইইউটির ভিসি নিয়োগ, বাদ শর্টলিস্টেড ৩ প্রার্থী?

২৮ জানুয়ারি ২০২৬, ১০:১১ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে গেছে আইইউটির ভিসি নিয়োগ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে গেছে আইইউটির ভিসি নিয়োগ © টিডিসি সম্পাদিত

ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভিসি নিয়োগের দৌঁড়ে থাকা শীর্ষ তিনজনকে বাদ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তালিকায় না থাকা মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তির পছন্দের প্রার্থীকে সুযোগ দিতে ওই তিনজনকে সরকারের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়নি। এর মধ্যে সাংবিধানিক দুটি প্রতিষ্ঠানের সদস্যরাও রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, এটি অপ্রত্যাশিত ও বিস্ময়কর।

আইইউটি গাজীপুরে অবস্থিত একটি আন্তর্জাতিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়। জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির বর্তমান ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলামের পদত্যাগজনিত কারণে পদটি শূন্য হওয়ার পর নতুন ভিসি নিয়োগের লক্ষ্যে ওআইসি গত বছরের ১৩ মে বৈশ্বিকভাবে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিটি আইইউটির ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেও ব্যাপক প্রচারিত হয়।

সূত্র বলছে, প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে অনলাইন সাক্ষাৎকার গ্রহণ করে তিনজন যোগ্য প্রার্থীর একটি প্যানেল চূড়ান্ত করে ওআইসি। এই তিন প্রার্থীর চূড়ান্ত সাক্ষাৎকার সরাসরি গ্রহণের জন্য এ বছরের ৪ জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে দিনক্ষণ নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে ওআইসি কর্তৃপক্ষ হোটেল বুকিং, বিমান টিকেটসহ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ক্লিয়ারেন্সের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রার্থীদের তিনজনের কাউকেই ক্লিয়ারেন্স দেয়নি। ফলে ঢাকা থেকে উড্ডয়নের দু’দিন আগে প্রার্থীরা জানতে পারেন তাদের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।

চূড়ান্ত সাক্ষাৎকারের তালিকায় থাকা এই তিন প্রার্থীর একজন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। অপর দুজনের মধ্যেও একজন বুয়েটের অধ্যাপক ড. সোহেল রহমান, যিনি একই সঙ্গে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য। তৃতীয়জন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি।

এই ঘটনাটি আমার জন্য শকিং । আমি ইন্টারভিউ দিয়ে বাদ পড়ে যেতে পারি, সেটা এক কথা। কিন্তু আমি অলরেডি একটা সাংবিধানিক পদে রয়েছি। বিএআরসির সদস্য পদ হাইকোর্ট-এর জাজ এর। আমার ব্যাকগ্রাউন্ড অনেকবার চেক করা হয়েছে। ক্লিয়ারেন্সে সমস্যা থাকলে আমার এই পজিশনে আসার কথা না— অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া, সদস্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

প্রার্থীদের পক্ষ থেকে জানা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর অনলাইনে সাক্ষাৎকার দেন তারা। এরপর ১১ নভেম্বর একটি ইমেইলের মাধ্যমে জানতে পারেন দ্বিতীয় সাক্ষাৎকারের জন্য চূড়ান্ত হয়েছেন। ওআইসির পার্সোনেল শাখার প্রধান ড. সাইফ নাইফ আলহারবি এই ইমেইলটি পাঠিয়েছিলেন। পরবর্তীতে একাধিক ইমেইলের মাধ্যমে ওআইসির চাওয়া তথ্য ও ডকুমেন্ট আদান-প্রদানের পর ৩০ ডিসেম্বর ড. সাইফ নাইফ আলহারবি একটি ইমেইল প্রেরণ করেন, যেখানে লেখা হয়েছে, ‘Due to the very busy and unplanned agenda of the General Secretariat those days, we regret to notify you that the planned interview for January 4th is therefore postponed until further notice. You will be notified of the rescheduled interview date at the earliest opportunity.’

কিন্তু এ বছরের ২০ জানুয়ারি আরেকটি ইমেইল আসে, যেখানে বলা হয়েছে, ‘The OIC General Secretariat would like to inform you that the clearance/no objection from the host Government is essential requirement of the process. Regretfully, we have not received the requisite clearance. Therefore, it is not possible to proceed further.’

আরও পড়ুন: ঢাবি নিয়ে দর কষাকষি, বড়লাটের দেহরক্ষীর গুলিতেই কি নিহত হয়েছিলেন নবাব সলিমুল্লাহ?

সংশ্লিষ্টরা বলছেন, ক্লিয়ারেন্স না মেলায় উপাচার্যের দৌঁড়ে থাকা এই শীর্ষ ৩ প্রার্থীর আবেদন আর বিবেচনা করা হচ্ছে না। এ নিয়ে কোনো সার্কুলারও দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিয়োগ প্রক্রিয়া চলমান। ফলে কাদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হবে এবং সেই প্রক্রিয়া কেমন হবে, তা স্পষ্ট বলতে পারছেন না কেউ।

ভুক্তভোগী অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া জানান, গত ৪ জানুয়ারি তাঁর ফাইনাল ইন্টারভিউর জন্য ওআইসি সদর দপ্তরে যাওয়ার কথা ছিল। এজন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ছুটি নিয়েছিলেন তিনি। ভিসা ও বিমানের টিকেটও প্রস্তত ছিল। কিন্তু গত ৩০ ডিসেম্বর তিনি জানতে পারেন, তাঁর টিকিট ক্যান্সেল।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘টিকেট কেন ক্যান্সেল করা হল, কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। কারণ গত ৩০ সেপ্টেম্বর অনলাইনে ইন্টারভিউ দেওয়ার পরে ওআইসি জানিয়েছিল, আমি ফাইনালিস্ট তিনজনের মধ্যে আছি। ফাইনাল ইন্টারভিউ হবে ৪ জানুয়ারি।’

পররাষ্ট্র উপদেষ্টার পছন্দের প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি রাজনৈতিকভাবে আওয়ামী পরিবারের সন্তান বলেও পরিচিত।

এই অধ্যাপক আরও বলেন, টিকেট ক্যান্সেল হওয়ার পর সম্প্রতি তাঁকে ওআইসি থেকে আরেকটি মেইলে জানানো হয়েছে, তাঁর ফাইনাল ইন্টারভিউর জন্য ওআইসি হোস্ট কান্ট্রির (বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়) ক্লিয়ারেন্স পায়নি। তাই আন্তর্জাতিক সংস্থাটি ড. সুলতানা রাজিয়ার সৌদি আরবের জেদ্দা গমন সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ সম্পন্ন করতে পারেনি। তিনি বলেন, ‘আমি ফাইনাল লিস্টে চলে আসার পর ওআইসি আমাকে জানাচ্ছে যে হোস্ট কান্ট্রি তোমাকে ক্লিয়ারেন্স না দেওয়ার কারণে আমরা তোমার সাথে আগাতে পারছি না। এই ঘটনাটি আমার জন্য শকিং । আমি ইন্টারভিউ দিয়ে বাদ পড়ে যেতে পারি, সেটা এক কথা। কিন্তু আমি অলরেডি একটা সাংবিধানিক পদে রয়েছি। বিএআরসির সদস্য পদ হাইকোর্ট-এর জাজ এর। আমার ব্যাকগ্রাউন্ড অনেকবার চেক করা হয়েছে। ক্লিয়ারেন্সে সমস্যা থাকলে আমার এই পজিশনে আসার কথা না।’

আরও পড়ুন: এমবিবিএস-বিডিএস ভর্তি, ইচ্ছামত ‘ফি’ হাঁকাচ্ছে মেডিকেল কলেজ

একটি সূত্র বলছে, তিনজনের এই প্যানেল বাতিল করার কথা একজন উপদেষ্টার কাছে স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কারণ হিসেবে গোয়েন্দা প্রতিবেদন ভাল আসেনি বলে জানিয়েছেন। এ ছাড়া নিজস্ব পছন্দের এক প্রার্থীর কথাও বলেছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, পররাষ্ট্র উপদেষ্টার পছন্দের এই প্রার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর এবং জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বর্তমানে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি রাজনৈতিকভাবে আওয়ামী পরিবারের সন্তান বলেও পরিচিত।

বিশ্বস্ত একটি সূত্র বলছে, আওয়ামী লীগ সরকারের শেষ দিকে তিনি দেশে ফিরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার চেষ্টা করেন। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি পুনরায় মালয়েশিয়ায় চলে যান। ওআইসির প্রাথমিকভাবে বাছাইকৃত তিন প্রার্থীর তালিকায় তার নাম ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের একজন সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ওআইসির বাছাইকৃত শীর্ষ তিনজনের প্যানেলের একজন বিইআরসির সদস্য, আরেকজন পিএসসির মেম্বার। দেশের পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যের ক্লিয়ারেন্স আসে না কিভাবে? মূলত তিনজনের প্যানেল বাদ দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা নতুন করে কাউকে ঢুকানোর জন্য এসব করেছেন।

আরও পড়ুন: ৪ তলা বাড়িয়ে হয়েছে সাত, ‘অতি ঝুঁকি’ নিয়েই মেডিকেল শিক্ষার্থীদের বাস এই ভবনে

এই কর্মকর্তা আরও বলেন, আমি নিশ্চিত ওই ব্যক্তি অনেক ক্ষমতাধর, অথবা পররাষ্ট্র উপদেষ্টার কোনো লাভের বিষয় এতে জড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এত বড় অনিয়ম রাজনৈতিক সরকারের সময় হলেও একটা কথা। স্বচ্ছতা এই সরকারের প্রধান শক্তি। তা ছাড়া এই সরকার তো আর কয়টা দিন পর চলে যাচ্ছে। তাহলে তারা এমন সাহস করে কিভাবে?

The OIC General Secretariat would like to inform you that the clearance/no objection from the host Government is essential requirement of the process. Regretfully, we have not received the requisite clearance. Therefore, it is not possible to proceed further— শীর্ষ ৩ প্রার্থীর ইমেইলে ওআইসির পার্সোনেল শাখার প্রধান ড. সাইফ নাইফ আলহারবি

এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়ামের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের মুখপাত্র এসএম মাহবুবুল আলমের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। সচিবের দপ্তরের পরিচালক মো. মনোয়ার মোকাররম এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের সঙ্গে কথা বলতে বলেন। তবে অনুবিভাগের সচিব এম ফরহাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের মহাপরিচালক সঞ্চিতা হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই ধরনের কোন কিছু এখনো হয়নি এবং এটা এখনো প্রক্রিয়াধীন। এই ধরনের কোন কিছুই হয়নি, আমি কোন অভিযোগের কথা জানি না। ক্লিয়ারেন্স না দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, উনাদেরকে কে জানিয়েছে এটা উনারা বলতে পারবেন। আপনি উনাদেরকে জিজ্ঞেস করেন। এটা আমার জানা নাই।

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage