রাজধানীতে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৬ জানুয়ারি ২০২৬, ০৬:১৯ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ০৬:২১ PM
মরদেহ উদ্ধার করে পুলিশ

মরদেহ উদ্ধার করে পুলিশ © প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট রোডের একটি ভাড়া বাসা থেকে নাদের নেহাল রনক (৩২) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে ভোরে চারতলা ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রনক রাজধানীর মতিঝিল থানার আরামবাগ এলাকার বাসিন্দা এবং আজম শিকদারের ছেলে। তিনি আমেরিকার নিউইয়র্কে অবস্থিত কুইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে স্বজনরা জানিয়েছে।

কলাবাগান থানা পুলিশ জানায়, তারা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে দেখা হচ্ছে বলে দাবি তাদের।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ আরও জানায়, নাদের নেহাল নিউইয়র্কে পড়াশোনা করতেন এবং তার বাবা সেখানে প্রবাসী। পারিবারিক ও মানসিক চাপের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছে পুলিশ।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু শরীফ জানান, আজ ভোরের দিকে খবর পেয়ে কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিট রোডের চতুর্থ তলার ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে বিকেলের দিকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

পুলিশের এই কর্মকর্তা জানান, আমরা নিহতের পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, ওই যুবক নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত। তার বাবাও নিউইয়র্ক প্রবাসী, দুটি বিবাহ করেছে। দ্বিতীয় স্ত্রী নিয়ে বর্তমানে তিনি নিউইয়র্কে থাকে। বিগত কয়েক মাস আগে সে ঢাকায় এসেছিল মা এবং বোনের সাথে দেখা করতে। পারিবারিক এবং মানসিক কারণে এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি।

জকসুতে ২১ পদের মধ্যে শীর্ষ ৩ পদসহ ১৫ টিতেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে ভিপিসহ শীর্ষ ৩ পদেই জয়ী শিবির
  • ০৮ জানুয়ারি ২০২৬
নারী হল সংসদেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার
  • ০৮ জানুয়ারি ২০২৬
রাকিব তোমাকে আমরাই পরিকল্পিতভাবে পরাজিত করেছি: ফারুক হাসান
  • ০৮ জানুয়ারি ২০২৬
রইলো বাকি এক কেন্দ্র, জয়ের পথে কতটা ব্যবধান বাড়াল শিবির
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনের জন্য আন্দোলন-সংগ্রাম করেছিলাম, জকসু হচ্ছে এটাই …
  • ০৭ জানুয়ারি ২০২৬