বিদেশে উচ্চশিক্ষা
জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে
- সাগর হোসেন
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
বর্তমানে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এক অন্যতম অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্য। আরবি ও ইসলামি শিক্ষা অর্জনের জন্য সংযুক্ত আরব আমিরাত গোটা বিশ্বের মধ্যে শীর্ষস্থানীয় দেশ। এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানভিত্তিক বিষয়গুলোর পড়াশোনার মানও বেশ উন্নত। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিংয়ে ইংরেজি ভাষায় পড়াশোনার সুযোগ থাকায় অনেক শিক্ষার্থীরই গন্তব্য আরব দেশ। পছন্দের তালিকায় আছে মিশর, সৌদি আরব ও আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ সারিতে আছে।
মধ্যপ্রাচ্যর বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নজরকাড়া সব স্কলারশিপ প্রদান করে থাকে। যার মাধ্যমে শিক্ষার্থীরা বিমানের টিকিট, থাকা-খাওয়া, স্বাস্থ্যসেবার সুবিধাসহ মাসিক ভাতাও পেয়ে থাকেন। তবে এ ক্ষেত্রে এত দিন অনেক শিক্ষার্থীর একমাত্র বাধা ছিল ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইইএলটিএস পরীক্ষা।
বর্তমানে মধ্যপ্রাচ্যর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অফার করে থাকে। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যেপ্রাচ্য উচ্চশিক্ষার আগ্রহ দিনে দিনে বেড়েই চলেছে। আজ আমরা মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ১১টি স্কলারশিপ সম্পর্কে জানব।
১. কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান জগৎখ্যাত। এখান বিশ্ববিদ্যালয়গুলোর র্যাং কিংও অনেক ভালো। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০১ নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডিতে বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
২. কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
সৌদি আরবের এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, পিএইচডি এবং এমবিএতে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়ে থাকে ।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
৩. কিং আবদুল্লাহ স্কলারশিপ
সৌদি আরবে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়। বিদেশি শিক্ষার্থীদের দেশটিতে স্নাতকোত্তর, পিএইচডি ও এমবিএতে বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৪. ইসলামি বিশ্ববিদ্যালয় মদিনা স্কলারশিপ
সৌদি আরবের মদিনায় অবস্থিত বিশ্ববিদ্যালয় হলো ইসলামি বিশ্ববিদ্যালয় মদিনা। বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক শ্রেণিতে সম্পূর্ণ বিনা খরচে স্কলারশিপের সুযোগ দেওয়া হয়। বিশ্বের র্যা ঙ্কিংয়ে এটি এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের একটি।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৫. মিনিস্ট্রি অব এডুকেশন স্কলারশিপ
এটি বাহরাইনের একটি আন্তর্জাতিক স্কলারশিপ। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা মূল্যে পড়াশোনার জন্য মিনিস্ট্রি অব এডুকেশন স্কলারশিপ দেওয়া হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৬. কুয়েত সরকারি স্কলারশিপ
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সমৃদ্ধ দেশ হিসেবে কুয়েত উল্লেখযোগ্য। আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করতে কুয়েত সরকারি স্কলারশিপ দেওয়া হয়। আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে সম্পূর্ণ বিনা খরচে এই স্কলারশিপের আওতায় পড়াশোনার সুযোগ পায়।
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
৭. হামিদ বিন খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
কাতারের এই স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দেওয়া হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৮. কাতার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
এই স্কলারশিপ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা খরচে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের সুযোগ দেয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
৯. দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েটস স্টাডিজ স্কলারশিপ
কাতারের রাজধানী দোহায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান এটি। এখানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার জন্য স্কলারশিপ দেওয়া হয়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১০. সংযুক্ত আরব আমিরত বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
মধ্যপ্রাচ্যের অন্যতম সম্পদশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডিতে বিনা খরচে পড়ার সুযোগ পান আন্তর্জাতিক শিক্ষার্থীরা।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
১১. খলিফা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
সংযুক্ত আরব আমিরাতের আরেকটি অন্যতম বিশ্ববিদ্যালয় হলো খলিফা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, প্রি মেডিসিন ব্রিজ প্রোগ্রাম এবং ডক্টর অব মেডিসিনে (এমডি) সম্পূর্ণ বিনা খরচে পড়ার সুযোগ পায়।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।