উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে জাপান, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৯:৫০ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি (টিএমইউ)। ‘টোকিও গ্লোবাল পার্টনার স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করবে। শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের এ স্কলারশিপ দিয়ে থাকে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ অক্টোবর ২০২৫।
জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত সরকারি গবেষণামূলক উচ্চশিক্ষার একটি প্রতিষ্ঠান টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটি। ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আজকে জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এটি মূলত টোকিও মেট্রোপলিটন সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। বর্তমানে প্রায় ১০ হাজার শিক্ষার্থী পড়ছেন বিশ্ববিদ্যালয়টিতে। আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
সুযোগ-সুবিধা—
*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করবে;
*বিমানভাড়া ও ভর্তি ফি প্রদান করবে;
*উপবৃত্তি হিসেব মাসে ১ লাখ ৫০ হাজার ইয়েন প্রদান করবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদনের যোগ্যতা—
স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে স্নাতক ডিগ্রির সনদ থাকতে হবে। আর পিএইচডির জন্য আবেদন করতে স্নাতকোত্তরের সনদ থাকতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা বা উদ্যোক্তা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা দেখাতে হতে পারে।
অধ্যয়নের ক্ষেত্র—
*স্কুল অব হিউম্যান হেলথ সায়েন্সেস;
*স্কুল অব সিস্টেমস ডিজাইন;
*স্কুল অব আরবান এনভায়রনমেন্টাল সায়েন্সেস;
*গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্স;
*গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্ট;
*গ্র্যাজুয়েট স্কুল অব ল অ্যান্ড পলিটিকস;
*গ্র্যাজুয়েট স্কুল অব হিউম্যানিটিজ;
এসব স্কুলের অধীনে বিভিন্ন বিভাগ রয়েছে।
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১০ অক্টোবর ২০২৫।