বিদেশে উচ্চশিক্ষা
নারী শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, আবেদন স্নাতকে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ PM
সম্পূর্ণ বিনা মূল্য আন্তর্জাতিক নারী শিক্ষার্থীদের চার বছর মেয়াদি স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ্যালয়। ‘কোটজেন স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের নারী শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৫।
যুক্তরাষ্ট্রে ১৮৯৯ সালে সিমন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। পোশাক প্রস্তুতকারক জন সিমন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সিমন্স ইউনিভার্সিটি। ২০১৮ সালে এটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। বিশ্ববিদ্যালয়টি ফেনওয়ে-কেনমোর আশেপাশের মোট ১২ একর নিয়ে গঠিত। দুটি ক্যাম্পাসে বিভক্ত, যার একটিতে পাঁচটি অ্যাকাডেমিক ভবন ও অন্যটিতে নয়টি জর্জিয়ান-শৈলীর আবাসিক ভবন রয়েছে।
সুযোগ-সুবিধা—
*শিক্ষার্থীদের সব খরচ কভার করে;
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হয়;
*বিনা মূল্যে একটি রুম সুবিধা প্রদান করে;
*৩ হাজার ডলারের উপবৃত্তি প্রদান করবে;
আরও পড়ুন: প্রেসিডেনশিয়াল স্কলারশিপে স্নাতকের সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৩০ লাখ টাকা
আবেদনের যোগ্যতা—
*উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;
*মেধার ভিত্তিতে এ স্কলারশিপ প্রদান করা হবে। সেক্ষেত্রে ন্যূনতম ৩.৫ সিজিপিএ ধরে রাখতে হবে;
*আইইএলটিএস ও টোয়েফল স্কোর জমা দিতে হবে;
আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ুন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৯৮ লাখ টাকা, গবেষণার সুযোগ দুই বছর
আবেদন যেভাবে—
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৫।