ফেলোশিপ নিয়ে পড়ুন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৯৮ লাখ টাকা, গবেষণার সুযোগ দুই বছর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৯ PM
পরিবেশ গবেষণায় আগ্রহী তরুণ গবেষকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি। ফেলোশিপটি পরিচালনা করছে হার্ভার্ড ইউনিভার্সিটি সেন্টার ফর দ্য এনভায়রনমেন্ট (HUCE)। হার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপে নির্বাচিত ফেলোরা দুই বছর হার্ভার্ডের বিভিন্ন স্কুল ও ডিপার্টমেন্টের শিক্ষকদের সঙ্গে কাজ করবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের তরুণ গবেষকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৫। সুপারিশপত্র ও শিক্ষকের সমর্থনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর ২০২৫।
এই আন্তর্জাতিক ফেলোশিপের মাধ্যমে সদ্য ডক্টরেট ডিগ্রিপ্রাপ্ত গবেষকেরা জটিল পরিবেশগত সমস্যার সমাধান খুঁজে বের করার সুযোগ পাবেন। পরিবেশ গবেষণায় আন্তঃবিভাগীয় সহযোগিতা এবং সমন্বিত গবেষণা সম্প্রদায় গড়ে তোলাই এ প্রোগ্রামের মূল লক্ষ্য।
সুযোগ-সুবিধা—
*নির্বাচিত প্রত্যেক গবেষককে বছরে ৯০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ লাখ টাকা) প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
*যোগদানের সময় স্থানান্তর খরচ বাবদ সর্বোচ্চ ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত সহায়তা;
*গবেষণা ও ভ্রমণ ব্যয় মেটাতে প্রতিবছর ২ হাজার ৫০০ ডলার ভাতা প্রদান করবে;
*হার্ভার্ডের অভিজ্ঞ শিক্ষকদের সরাসরি দিকনির্দেশনা ও মেন্টরশিপের সুযোগ;
*সর্বাধুনিক গবেষণাগার ও গ্রন্থাগার ব্যবহারের সুযোগ;
আরও পড়ুন: প্রেসিডেনশিয়াল স্কলারশিপে স্নাতকের সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৩০ লাখ টাকা
আবেদনের যোগ্যতা—
*যে কোনো বিষয়ে ডক্টরেট বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেসব বিষয়ে ডক্টরেট সর্বশেষ ডিগ্রি নয়, সেই বিষয়গুলোর শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন;
*অবশ্যই ২০২২ সালের মে থেকে ২০২৬ সালের আগস্টের মধ্যে ডিগ্রি অর্জিত হতে হবে;
*২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ফেলোশিপ শুরুর আগে অবশ্যই গবেষণাপত্র (ডিসার্টেশন) সম্পন্ন করতে হবে;
*আবেদনকারীকে অবশ্যই হার্ভার্ডের এক বা একাধিক শিক্ষককে মেন্টর হিসেবে নিশ্চিত করতে হবে এবং তাদের কাছ থেকে গবেষণাগার বা অফিস স্পেস ব্যবহারের অনুমতি নিতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*নির্বাচিত প্রার্থীদের পুরো দুই বছর মেয়াদে পূর্ণ সময়ের জন্য হার্ভার্ডে কাজ করতে হবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
দরকারি কাগজপত্র—
*জীবনবৃত্তান্ত (সিভি);
*গবেষণা প্রস্তাবনা (সর্বোচ্চ ৫ পৃষ্ঠা);
*লেখার নমুনা বা প্রকাশিত গবেষণাপত্র (সর্বোচ্চ ৩টি);
*তিনটি সুপারিশপত্র;
*হোস্ট ফ্যাকাল্টির হোস্টের সমর্থনপত্র;
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
আবেদন যেভাবে—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৫।