বিদেশে উচ্চশিক্ষা
জেনে নিন হার্ভার্ডে অর্থনীতিতে পড়তে খরচ ও সুযোগ সম্পর্কে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ PM
পৃথিবীর শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে হার্ভার্ড অন্যতম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী পড়াশোনা করার জন্য এখানে আসে। কারণ এই বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও শিক্ষার মান পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। এখানে অর্থনীতিতে পড়াশোনা কেবল অ্যাকাডেমিক উৎকর্ষই নয়, বরং আর্থিকভাবে একটি বড় বিনিয়োগ। হার্ভার্ডে অর্থনীতি পড়ার খরচ ও শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে কাজ করে।
খরচের কাঠামো
হার্ভার্ডে স্নাতক পর্যায়ে অর্থনীতি পড়ার জন্য শিক্ষার্থীদের যে খরচ বহন করতে হয়, তার মধ্যে টিউশন ফি ছাড়াও আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা, বইপত্র ও যাতায়াত খরচ অন্তর্ভুক্ত। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে শুধু টিউশন ফি প্রায় ৫৯ হাজার ৩২০ মার্কিন ডলার ধরা হয়েছে। সব মিলিয়ে বছরে মোট খরচ দাঁড়ায় প্রায় ৮৬ হাজার ৯২৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ লাখ টাকা)।
বাৎসরিক খরচের ধাপভিত্তিক হিসাব (ডলারে)
*টিউশন ফি: ৫৬,০০০–৫৯,০০০ ডলার;
*মোট খরচ (আবাসন, খাবার, ফি ইত্যাদিসহ): ৮৩,০০০–৮৭,০০০ ডলার;
*অন্যান্য খরচ (বই, যাতায়াত, ব্যক্তিগত): ২০,০০০–২৬,০০০ ডলার;
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
আর্থিক সহায়তা
হার্ভার্ডের ফিন্যান্সিয়াল এইড বা আর্থিক সহায়তাব্যবস্থা বেশ শক্তিশালী। ২০২৫–২৬ শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়মে—
*যেসব পরিবারের বার্ষিক আয় ২ লাখ ডলার বা তার কম, তাদের জন্য টিউশন ফি সম্পূর্ণ মওকুফ;
*যেসব পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলার বা কম, তাদের ক্ষেত্রে টিউশন, আবাসন, খাবার, স্বাস্থ্যবিমা ও যাতায়াত—সব খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে;
*এছাড়া প্রথম ও তৃতীয় বর্ষে শিক্ষার্থীদের অতিরিক্ত ২,০০০ ডলার অনুদান দেওয়া হবে;
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খরচ
হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীরাও আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তবে যাতায়াত ও কিছু অতিরিক্ত ব্যয় শিক্ষার্থীকে নিজে বহন করতে হয়, ফলে তাদের ক্ষেত্রে মোট খরচ কিছুটা বেশি পড়ে।
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
কেন এটিকে বিনিয়োগ বলা হয়
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এখান থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করলে আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থান, উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ারে সুবিধা পাওয়া সহজ হয়। তাই অনেক বিশেষজ্ঞের মতে, যদিও খরচ অনেক বেশি, এটি আসলে ভবিষ্যতের জন্য একটি মূল্যবান বিনিয়োগ।
প্রসঙ্গত, হার্ভার্ডে অর্থনীতি পড়তে বছরে খরচ গড়ে ৮৩–৮৭ হাজার ডলার। তবে শক্তিশালী আর্থিক সহায়তা ব্যবস্থার কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের শিক্ষার্থীরা অনেকাংশেই বিনা খরচে পড়াশোনার সুযোগ পান। ভর্তি হওয়ার আগে তাই খরচের পূর্ণ কাঠামো ও ফিন্যান্সিয়াল এইডের নিয়মগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া