কমনওয়েলথ ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন, আবেদন আগামীকালের মধ্যেই

সব বয়সী পেশাজীবীদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ
সব বয়সী পেশাজীবীদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ  © প্রতীকী ছবি

নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মিড-ক্যারিয়ার পেশাদারদের জন্য তিন মাস মেয়াদি থিম্যাটিক ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করতে হবে ফেলোদের। আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৫। 
 
এই ফেলোশিপের উদ্দেশ্য হলো পেশাদারদের নিজ নিজ সেক্টরে পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা বাড়ানোর সুযোগ প্রদান করা । এই প্রোগ্রামে আবেদনের জন্য বয়সের কোনো বাধা নেই এবং আইইএলটিএসেরও প্রয়োজন নেই। যাদের পাসপোর্ট নেই, তারাও আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে।

সুযোগ-সুবিধা—

*প্রোগ্রাম চলাকালীন ২১০৪ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪৫ হাজার ৩৬৭ টাকা) মাসিক ভাতা প্রদান করা হবে। তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে মাসে মিলবে ২ হাজার ৬১২ ব্রিটিশ পাউন্ড;

*প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের জন্য ভ্রমণভাতা প্রদান করবে;

*আবাসন ভাতার সুবিধা রয়েছে;

*রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান করবে; 

*পোশাক ভাতা, স্ট্যান্ডার্ড ভিসা ফি প্রদানসহ অন্যান্য সুবিধা প্রদান করবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডায়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে অবশ্যই কমনওয়েলথভুক্ত দেশের নাগরিক হতে হবে বা একটি কমনওয়েলথ দেশ দ্বারা শরণার্থীর মর্যাদাপ্রাপ্ত হতে হবে;

*ন্যূনতম ৫ বছর ফুলটাইম/পার্ট-টাইম চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

*আবেদনের সময় আবেদনকারীকে অবশ্যই চাকরিরত অবস্থায় থাকতে হবে;

*স্নাতক ডিগ্রীধারী হতে হবে;

আরও পড়ুন: গেটস স্কলারশিপে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকে, স্কলারশিপ পাবেন ৩০০ শিক্ষার্থী

প্রয়োজনীয় নথিপত্র—

*আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড; 

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি); 

*অ্যাকাডেমিক পেপারস;

*ফেলোশিপ আবেদন ফরম;

*পার্সোনাল স্টেটমেন্ট;

*রেফারেন্স লেটার তিনটি (একটি অবশ্যই প্রার্থীর বর্তমান নিয়োগকর্তা হতে হবে); 

*চারটি অংশে একটি উন্নয়ন ইমপ্যাক্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে;

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা

আবেদনপ্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ আগস্ট ২০২৫।


সর্বশেষ সংবাদ