স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ ইন্দোনেশিয়ায়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

ইন্দোনেশিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই
ইন্দোনেশিয়ায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই   © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার সেবেলাস মারেট ইউনিভার্সিটি। ইউএনএস (UNS) স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। স্নাতক বৃত্তি ৮ সেমিস্টারে, স্নাতকোত্তর ৪ সেমিস্টারে এবং পিএইচডি ৬ সেমিস্টারে শেষ হবে।

ইন্দোনেশিয়া ব্যতীত বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৫। 

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে;

*স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির জন্য আলাদা আলাদা ভাতা প্রদান করবে;

*স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ইন্দোনেশিয়ান ভাষা শেখার সুযোগ রয়েছে; 

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপে এমবিএ করুন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে, আবাসন-টিউশন ফি মওকুফ-ভ্রমণ খরচসহ দেবে নানা সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র—

*সদ্য তোলা ছবি;

*ন্যূনতম ১৮ মাস মেয়াদি বৈধ পাসপোর্টের রঙিন কপি; 

*স্নাতকের প্রশংসাপত্র (ইংরেজি বা ইন্দোনেশিয়ান ভাষায়);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট (ইংরেজি বা ইন্দোনেশিয়ান ভাষায়);

*মাস্টার্স ও ডক্টরাল প্রার্থীদের দুটি রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে;

*সাম্প্রতিক মেডিকেল সার্টিফিকেট;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে;

*সিভি ও ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

ভাষাদক্ষতা—

বিজ্ঞানের প্রার্থীদের টোয়েফলে ন্যূনতম ৪৫০ এবং সামাজিক বিজ্ঞানের ৫০০ অথবা অ্যাকাডেমিক ভাষাদক্ষতা পরীক্ষায় সমতুল্য স্কোর থাকতে হবে। এর বাইরে বিশ্ববিদ্যালয়টির বক্তৃতায় অংশগ্রহণের জন্য ইন্দোনেশিয়ান ভাষাকোর্স সম্পূন্ন করতে প্রস্তুত থাকতে হবে।

আবেদনের যোগ্যতা—

*ইন্দোনেশিয়ার বাইরের দেশের শিক্ষার্থী বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;

*সোশ্যাল সায়েন্সের শিক্ষার্থীদের সিজিপিএ ন্যূনতম ৩ এবং ইঞ্জিনিয়ারিং ও ন্যাচারাল সায়েন্সের ২.৭৫ থাকতে হবে;

*স্নাতকের শিক্ষার্থীদের বয়স ২৪ বছরের কম হতে হবে;

*ভিডিও কলে সাক্ষাৎকার নেওয়া হবে প্রার্থীর;

*শরণার্থী হিসেবে আশ্রিত কোনো শিক্ষার্থীর আবেদনের প্রয়োজন নেই;

*কোনো অপরাধে দোষী সাব্যস্ত কেউ আবেদন করতে পারবেন না;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে অফার লেটার ডাউনলোড করতে হবে। এরপর পছন্দের প্রোগ্রাম নিশ্চিত করে ব্যক্তিগত তথ্য পূরণসহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। নির্বাচনের পর প্রার্থীকে চিঠির মাধ্যমে বিস্তারিত জানানো হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ