সম্পূর্ণ বিনা মূল্যে পড়াশোনার সুযোগ নেদারল্যান্ডসে, আবেদন স্নাতকোত্তরে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস। ‘এরিক ব্লুমিঙ্ক স্কলারশিপ’- এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ আরো ৬৮ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর, ২০২৫।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*ভ্রমণ খরচ দেবে;
*জীবিকা নির্বাহের খরচ দেবে;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
*বই ক্রয়ের খরচ বহন করা হবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদনের যোগ্যতা—
*প্রার্থীদের চমৎকার অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
*পুরো প্রোগ্রাম শেষ করার মানসিকতা থাকতে হবে;
*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;
আরও পড়ুন: গেটস স্কলারশিপে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকে, স্কলারশিপ পাবেন ৩০০ শিক্ষার্থী
আবেদনপদ্ধতি—
অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৫।