বরগুনা সরকারি কলেজের শিক্ষার্থী জান্নাত ইভা © পরিবারের সৌজন্যে প্রাপ্ত
বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী জান্নাত ইভা এক সড়ক দুর্ঘটনার পর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত বছরের ৩০ ডিসেম্বর বাসায় ফেরার পথে রিকশা দুর্ঘটনায় গুরুতর মাথায় আঘাত পান তিনি।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি বড় অপারেশন সম্পন্ন হলেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে ঢাকার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে স্থানান্তর করা হয়। এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন ইভা।
ইভার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি হওয়ায় তারা আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন। ইভার বাবা এনামুল হাওলাদার একজন কৃষক এবং স্বামী মো. হাসান একটি মোবাইল কোম্পানিতে চাকরি করেন। দুজনেই চিকিৎসার খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন।
আবেগঘন কণ্ঠে ইভার বাবা বলেন,আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে সুস্থ করে তুলেন। আমাদের সামর্থ্যের বাইরে এই খরচ, তাই সামান্য সাহায্যই আমাদের মেয়েকে বাঁচাতে পারে।
আরও পড়ুন: চ্যারিটি কনসার্টে ‘সিগারেট বিতরণ’ নিয়ে বিতর্ক, দুঃখ প্রকাশ ডাকসু নেতা মুসাদ্দিকের
ইভার স্বামী মো. হাসান বলেন, আমার স্ত্রী বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। প্রথমে ঢাকা মেডিকেলে আনলেও পরে অবস্থা খারাপ হলে পপুলারে আনি। চিকিৎসা খুব ব্যয়বহুল হওয়ায় আমরা পরিবারসহ হিমশিম খাচ্ছি।
ইভার সহপাঠীরা জানায়, ইভা চঞ্চল ও মিশুক মেয়ে। আমরা শহরের বিভিন্ন স্থান থেকে তার চিকিৎসার জন্য সহায়তা সংগ্রহ করছি। আশা করি, সকলের দোয়া ও সাহায্যে ইভা আবার আমাদের সাথে ক্লাসে ফিরে আসবে।
বরগুনা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আহসান হাবিব বলেন, ইভা আমাদের মেধাবী শিক্ষার্থী। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে তার জীবন আবার নতুনভাবে আলোকিত হতে পারে।
উল্লেখ্য, ইভার পরিবারের সঙ্গে যোগাযোগের নম্বর ০১৬২০-৮০০৫২৮।