খালেদা জিয়ার সবশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলনে আসছেন চিকিৎসকরা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া  © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে আসছেন তার চিকিৎসকরা। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির একটি সূত্র আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের গেটে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে, রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। সে সময় তিনি বলেন, ‘ম্যাডাম আগের মতোই আছেন। বলা যায়, সর্বশেষ মেডিকেল বোর্ডের বিবৃতির মাধ্যমে যে আপডেট জানানো হয়েছিল, এখনও অবস্থা তেমনই রয়েছে। বড় কোনো উন্নতি নেই, আবার অবনতিও হয়নি। এর পরিপ্রেক্ষিতে আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছি। সেগুলোর ফলাফল এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও তিনি সিসিইউতেই চিকিৎসাধীন আছেন।’

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে ৮০ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্‌যন্ত্র ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ নভেম্বর তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়, যেখানে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!