জাহাঙ্গীর আলম ও বিইউপির লোগো © টিডিসি সম্পাদিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) জনসংযোগ এবং তথ্য ও প্রকাশনার অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর আলম আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
পারিবারিক সূত্র জানায়, জাহাঙ্গীর আলম রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থানকালে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুত তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের প্রথম জানাজা বিইউপি ক্যাম্পাসে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ রূপনগরের বাসভবনে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শেষ বিদায়ের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ গ্রাম যশোরে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
আরও পড়ুন: মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা
জানা যায়, জাহাঙ্গীর আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৯৯৩-৯৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি কর্মজীবন শুরু করেন একটি মানবাধিকার সংস্থায়। এরপর ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে যোগদানের মাধ্যমে উচ্চশিক্ষা প্রশাসনে তার পথচলা শুরু হয়। ২০১১ সালে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এ (বিইউপি) সহকারী পরিচালক (জনসংযোগ) হিসেবে যোগদান করেন এবং সর্বশেষ অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
এছাড়াও তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির কোষাধ্যক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। সদা হাস্যোজ্জ্বল ও অমায়িক ব্যবহারের জন্য সহকর্মী ও পরিচিত মহলে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে বিইউপি পরিবারসহ জনসংযোগ পেশাজীবীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।