ইউএনও ফেরদৌস আরা © সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা (৩৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন।
সহকারী কমিশনার ভূমি মো. রবিউল হাসান ভূঁইয়া বলেন, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তিনি ঢাকায় যান। সে সময় তিনি হাসপাতালে ভর্তি হন। আজ বুধবার সকাল সাতটার সময় মৃত্যুবরণ করেন। তিনি মাইগ্রেনের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার পরিবারের সাথে কথা বলে জেনেছি, উনাকে শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন জানান, ইউএনও ফেরদৌস আরা আজ বুধবার সকাল ৭টার দিকে ঢাকায় মারা গেছেন।
তিনি দুদিন ধরে ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন।
আরও পড়ুন: এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড— গ্রিল কেটে নেতাকে হত্যার প্রতিক্রিয়ায় জামায়াত
নবীনগরের ইউএনও মাহমুদুল হাসান জানান, গত রবিবারও তারা একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বিষযক এক সভায় যোগ দিয়েছিলেন। এরপরই তিনি সোমবার ঠাণ্ডাজনিত রোগের চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন।
উল্লেখ্য, ৩৬তম বিসিএসের এ কর্মকর্তা গত বছরের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুরে যোগদান করেছিলেন।
এর আগে, ফেরদৌস আরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকা জেলায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দিতে, স্বামী পেশায় একজন শিক্ষক। ফেরদৌস আরা এক কন্যা সন্তানের জননী।