রেজওয়ানুল হক © সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে কুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম।
সোমবার রাত আনুমানিক ১১টার দিকে শহীদ স্মৃতি হলের ডিপার্মেন্টাল স্টোরে চা পানকালে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত আদ-দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রেজওয়ানুল হক দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। তার অকাল মৃত্যুতে কুয়েট পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, বন্ধু ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক ও সমবেদনা জানিয়েছেন।
এদিকে রেজওয়ানুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করে কুয়েট প্রশাসন আজ (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক শোকবার্তা জারি করা হয়েছে।
মরহুমের জানাজার নামাজ আজ কুয়েট সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।