বিইউপি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:০৫ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এবারের ভর্তি পরীক্ষা আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। আজ শনিবার (৮ নভেম্বর) বিইউপি থেকে প্রকাশিত নতুন এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
প্রথমবারের মতো বিইউপিতে যুক্ত হতে যাচ্ছে মেডিকেল স্টাডিজ অনুষদ নামে নতুন একটি অনুষদ। ফলে এবার বিইউপিতে ৫টি অনুষদে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিইউপির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
নতুন বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিনই বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরদিন ১০ জানুয়ারি বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
আর ১৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সায়েন্স ও টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ওই দিনই বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।